সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। গত বছরের মে মাস থেকে রাজউকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন আনিছুর রহমান মিয়া। স্বাভাবিক মেয়াদ অনুযায়ী, এপ্রিলের শুরুতে তাঁর চাকরির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তার আগেই তাঁকে চুক্তিতে রাখার সিদ্ধান্ত জানাল সরকার।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন ২০১৮ অনুযায়ী, আনিছুর রহমান মিয়াকে তাঁর অবসরোত্তর ছুটি এবং এ-সংক্রান্ত সুবিধা স্থগিতের শর্তে ২ এপ্রিল বা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে রাজউকের চেয়ারম্যান পদে চুক্তিতে নিয়োগ দেওয়া হলো।