তৌফিক ইমরোজ খালিদীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিল দুদক

বিডিনিউজটোয়েন্টিফোরডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীফাইল ছবি

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনের মামলায় অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে দুদক।

আজ রোববার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে এই অভিযোগপত্র জমা দেওয়া হয়। আদালত আগামী ১০ জুন অভিযোগপত্র গ্রহণ বিষয়ে শুনানির জন্য দিন রেখেছেন। দুদকের উপপরিদর্শক আক্কাস আলী প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালত–সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, এ মামলায় জামিনে আছেন তৌফিক ইমরোজ খালিদী।

অ্যাসেট ম্যানেজমেন্ট ফার্ম এলআর গ্লোবাল বাংলাদেশ ২০১৯ সালে ৫০ কোটি টাকায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের শেয়ারের একাংশ কিনেছিল। ওই ঘটনা অনুসন্ধানের পর টাকাগুলো ‘অবৈধ প্রক্রিয়ায়’ অর্জন করা হয়েছে অভিযোগ করে ২০২০ সালের ২৯ জুলাই মামলা করে দুদক। মামলার অভিযোগে বলা হয়, তৌফিক ইমরোজ খালিদী এইচএসবিসি ব্যাংক, ইস্টার্ণ ব্যাংক, সাউথইস্ট ব্যাংক ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে বিভিন্ন হিসাবে ৪২ কোটি টাকা জমা রেখেছেন, যার বৈধ কোনো উৎস নেই। এই টাকা তিনি প্রতারণার মাধ্যমে ভুয়া কাগজপত্র সৃষ্টি করে অবৈধ প্রক্রিয়ায় অর্জন করেছেন মর্মে তথ্য-উপাত্তে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। তৌফিক ইমরোজ খালিদী ওই অস্থাবর সম্পদ অসাধু উপায়ে অর্জন করেছেন, যা তাঁর জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ এবং জ্ঞাত আয়ের উৎসবহির্ভূত। মামলার অভিযোগে আরও বলা হয়, ওই অস্থাবর সম্পদ দখলে রেখে তৌফিক ইমরোজ খালিদী দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭ (১) ধারায় অপরাধ করেছেন।

সম্প্রতি এই মামলায় দুদক অভিযোগপত্র অনুমোদন দেওয়ার পর তৌফিক ইমরোজ খালিদী বলেছিলেন, এ অভিযোগ এতটাই হাস্যকর, যুক্তিহীন ও ভিত্তিহীন যে দুর্নীতি দমন কমিশন এবং সংশ্লিষ্ট রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর বিশ্বাসযোগ্যতাকে এটা গভীরভাবে প্রশ্নবিদ্ধ করবে।

অর্থের উৎস নিয়ে অভিযোগ প্রসঙ্গে তৌফিক ইমরোজ খালিদী বলে আসছেন, স্বীকৃতভাবে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের শেয়ার হস্তান্তরের মাধ্যমে ওই টাকা অর্জন করা হয়েছে। তাই বিক্রি করা শেয়ারের অর্থের উৎস নিয়ে কোনো প্রশ্ন থাকলে তা শেয়ার ক্রয়কারীকে করা উচিত।