সারা বিশ্বের কাছে আমরা ছোট হয়ে গেছি

মইনুল ইসলাম

ডিজিটাল মাধ্যমে অপরাধ দমনের জন্য ডিজিটাল নিরাপত্তা আইন করা হলেও এটি সংবাদমাধ্যম ও রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে যথেচ্ছ ব্যবহৃত হচ্ছে। আমি সব সময় এই আইনের বিরুদ্ধে। এই আইন প্রয়োগের ক্ষেত্রে অপব্যবহারই বেশি হচ্ছে।

ডিজিটাল নিরাপত্তা আইনের কারণে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। গতকালের (শনিবার) পত্রিকায় দেখলাম, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক এক বিবৃতিতে ডিজিটাল নিরাপত্তা আইনের প্রয়োগ অবিলম্বে স্থগিত রাখার আহ্বান জানিয়েছেন। আরও অনেক আন্তর্জাতিক সংস্থা এই আইনকে মানবাধিকারবিরোধী বলে আখ্যায়িত করেছে। এই আইনের কারণে সারা বিশ্বের কাছে আমরা ছোট হয়ে গেছি। এটা লজ্জাজনক।

আরও পড়ুন

সম্প্রতি প্রথম আলো অনলাইনের একটি খবরের সূত্র ধরে প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয় এবং তাঁকে গভীর রাতে বাসা থেকে সিআইডি তুলে নিয়ে যায়। এরপর এই আইনে আরও একটি মামলা করা হয়, যাতে শামসুজ্জামানের সঙ্গে প্রথম আলো সম্পাদক মতিউর রহমানকেও আসামি করা হয়। একই ঘটনায় একাধিক মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করি।

একজন দিনমজুর যদি বলে থাকেন, ‘আমাদের চাইলের স্বাধীনতা লাগব’ এবং পত্রিকা যদি সেটি প্রকাশ করে থাকে, তাতে অর্থনীতিবিদ হিসেবে আমি আপত্তির কিছু দেখি না। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার প্রত্যেক নাগরিকের আছে। আমাদের সংবিধানেও নাগরিকদের মৌলিক অধিকারের নিশ্চয়তার কথা বলা আছে।

ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিকদের বিরুদ্ধে এর আগেও মামলা হয়েছে। এটি মতপ্রকাশের স্বাধীনতার ওপর বড় আঘাত। এ কারণেই আমি এই আইনের বাতিল দাবি করছি। কোনো গণতান্ত্রিক দেশে এ ধরনের আইন কাম্য নয়।

অধ্যাপক মইনুল ইসলাম: অর্থনীতিবিদ