যুক্তরাষ্ট্র সফরে গেলেন বিমান বাহিনী প্রধান

বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান
ছবি: আইএসপিআর

যুক্তরাষ্ট্র সফরে গেছেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান। যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী প্রধান জেনারেল চার্লস কিউ ব্রাউন জুনিয়রের আমন্ত্রণে গত মঙ্গলবার সরকারি সফরে ঢাকা ত্যাগ করেন তিনি।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সফরকালে এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী প্রধানের সঙ্গে পেন্টাগনে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করবেন। এরপর বিমান বাহিনী প্রধান ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্র বিমান বাহিনী আয়োজিত ‘ইন্টারন্যাশনাল এয়ার চিফস কনফারেন্সে’ অংশ নেবেন। সম্মেলনে ৫০টি দেশের বিমান বাহিনীর প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তারা যোগ দেবেন।

পরে যুক্তরাষ্ট্র বিমান বাহিনীর ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এয়ার শো পরিদর্শন করবেন শেখ আব্দুল হান্নান। বিমান বাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।