রান্নাঘর-স্নানঘরের আধুনিক পণ্যের সমাহার

ছবি: সংগৃহীত

জীবনযাত্রায় মানুষ এখন খুব শৌখিন। আর তার প্রতিফলন আমরা দেখতে পাই ঘরবাড়িতে। কোনোরকমে নয়, বাঁচতে হলে সুন্দর করেই বাঁচো—এমন মনোভাবে নানাবিধ অন্দরসজ্জা করছেন ঘরে। ফুটিয়ে তুলছেন নিজ নিজ রুচি ও পছন্দ। শোয়ার ঘর ও বসার ঘর সজ্জার পর শৌখিনতার কমতি নেই স্নানঘর এবং রান্নাঘরেও।

আনুষঙ্গিক, আধুনিক নানা জিনিসে স্নানঘর-রান্নাঘর সাজিয়ে নিচ্ছেন সবাই। জীবনযাত্রায় এমন আধুনিক পণ্যের ব্যবহার কিংবা যাঁরা নতুন বাড়ি করার পরিকল্পনা করছেন, তাঁদের জন্যই শুরু হচ্ছে ‘রোসা-কেবিএল এক্সপো ২০২৩ ’।

৮ জুন থেকে রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হচ্ছে ‘কিচেন, বাথ অ্যান্ড লিভিং এক্সপো বাংলাদেশ ২০২৩’। চলবে ১০ জুন পর্যন্ত। যুক্তরাজ্য, জার্মানি, ইতালি, আরব আমিরাত, শ্রীলঙ্কা, ভারত, স্বাগতিক বাংলাদেশসহ ৭টি দেশের ৭০টি ব্র্যান্ড একই ছাদের নিচে অংশ নেবে তিন দিনব্যাপী এই প্রদর্শনীতে।

ছবি: সংগৃহীত

বর্ণাঢ্য এই আয়োজনের প্রধান পৃষ্ঠপোষক আকিজ-বশির গ্রুপের স্যানিটারি ওয়্যার এবং বাথওয়্যার ব্র্যান্ড রোসা। বাংলাদেশের বাজারে আন্তর্জাতিক মানের ডিজাইন ও মানসম্মত পণ্য সরবরাহ করার পাশাপাশি স্যানিটারি ও বাথওয়্যার সলিউশনের ট্রেন্ডসেটার হিসেবে কাজ করছে রোসা। একই সঙ্গে এই আয়োজনে প্রদর্শিত হবে আকিজ-বশির গ্রুপের অন্যান্য ব্র্যান্ড আকিজ সিরামিকস, আকিজ বোর্ড, আকিজ ডোর ও আকিজ টেবিলওয়্যারের পণ্যসামগ্রীও।

এবারের এক্সপো প্রসঙ্গে আকিজ-বশির গ্রুপের ডিরেক্টর অপারেশনস মোহাম্মদ খোরশেদ আলম বলেন, ‘আকিজ-বশির গ্রুপ সব সময়ই আধুনিক গৃহনির্মাণ এবং জীবনধারার নতুন উদ্যোগের যেকোনো আয়োজনের পৃষ্ঠপোষকতা করতে পছন্দ করে।

তারই ধারাবাহিকতায় আমরা ‘রোসা-২য় কেবিএল এক্সপো ২০২৩’-এ টাইটেল স্পনসর হিসেবে অংশগ্রহণ করতে যাচ্ছি। এটা নিঃসন্দেহে আনন্দের বিষয়। এবার আমরা রোসা এক্সপোতে কিছু অত্যাধুনিক বাথওয়্যার ও প্যানেল বোর্ড সমাধান নিয়ে আসছি, যা গ্রাহকদের স্বপ্নের বাড়ি তৈরির আকাঙ্ক্ষা পূরণে সহায়ক হবে।’

আয়োজক সূত্রে জানা গেছে, শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। ঘরবাড়ি, রান্নাঘর এবং জীবনযাত্রার নানা আধুনিক পণ্য প্রদর্শিত হবে এখানে। থাকবে আধুনিক জীবনযাপন এবং রান্নাঘরের পণ্যের পোর্টফোলিও। যাঁরা নতুন বাড়ি করছেন কিংবা বাড়িকে সংস্কার করার পরিকল্পনা করছেন, তাঁরাও ঘুরে আসতে পারেন এই এক্সপো থেকে।

প্রস্তুতকারক, রপ্তানিকারক ও সরবরাহকারীরা তাঁদের নতুন পণ্য, আধুনিক প্রযুক্তি এবং নিজেদের দক্ষতা বিশ্বব্যাপী তুলে ধরার সুযোগ পাচ্ছেন এই এক্সপোতে। সেই সঙ্গে থাকবে ‘স্পট অর্ডার’–এর সুযোগ। মেলার প্রধান পৃষ্ঠপোষক হিসেবে থাকছে রোসা।

পণ্য প্রদর্শনীর পাশাপাশি এতে থাকছে স্টুডেন্ট ডিজাইন কমপিটিশন, ওয়ার্কশপ, বায়ার সেলার মিটিং, ইনোভেশন এক্সচেঞ্জ ও জব সার্চ। এ ছাড়া মেলা চলাকালে প্রতিদিনই র‍্যাফল ড্রতে থাকবে আকর্ষণীয় পুরস্কার ও নানা রকম অফার।

ইভেন্ট প্রতিষ্ঠান ওয়েম বাংলাদেশের আয়োজনে মেলার স্ট্র্যাটেজিক পার্টনার রিহ্যাব ও সহযোগিতায় রয়েছে ইন্টেরিয়র ডিজাইনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। তিন দিনব্যাপী এ প্রদর্শনী দর্শনার্থী, ক্রেতা-বিক্রেতাসহ সবার জন্য উন্মুক্ত থাকবে প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত।