বাঙলাদেশ লেখক শিবিরের সভাপতি কাজী ইকবাল, সম্পাদক শফী রহমান
বাঙলাদেশ লেখক শিবিরের সভাপতি নির্বাচিত হয়েছেন কাজী ইকবাল, সাধারণ সম্পাদক হয়েছেন শফী রহমান। আজ শনিবার লেখক শিবিরের দুই দিনব্যাপী জাতীয় সম্মেলনের সমাপনী অধিবেশন শেষে ২১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠন করা হয়।
প্রথম অধিবেশনের শুরুতে সাধারণ সম্পাদকের প্রতিবেদনের ওপর উপস্থিত প্রতিনিধিরা আলোচনা করেন। বরকত আলী, অজিত রায়, আবিদুল ইসলাম, বরকত উল্লাহ, মিনহাজ আহমেদ, হুমায়ুন কবির, নাজমুল আলম, ফয়জুল হাকিম, খালেদ উদ্দিন, সত্যজিৎ আচার্য ও দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন।
আলোচনা শেষে কেন্দ্রীয় কমিটির খসড়া প্রস্তাব ও তার ওপর বিস্তারিত আলোচনা করা হয়। এরপর নির্বাহী কমিটি গঠন করা হয়। বর্ষা বিশ্বাস ও হেমন্ত দাশের নেতৃত্বে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সম্মেলন শেষ হয়।