রাজশাহীর সাবেক মেয়র লিটনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

এ এইচ এম খায়রুজ্জামান লিটনফাইল ছবি: প্রথম আলো

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন এবং তাঁর স্ত্রী ও দুই মেয়ের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন আজ বৃহস্পতিবার এ আদেশ দেন।

এর আগে দুদকের পক্ষ থেকে সাবেক মেয়র এ এইচ এম খাইরুজ্জামান লিটন, তাঁর স্ত্রী শাহীন আক্তার, দুই মেয়ে ফারিহা জামান ও মায়সা সামিহা জামানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করা হয়। আদালত শুনানি নিয়ে তাঁদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন।

আরও পড়ুন

দুদকের পক্ষ থেকে আদালতে বলা হয়, খায়রুজ্জামান লিটনের বিরুদ্ধে ছয় হাজার কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। দুদক জানতে পেরেছে, খায়রুজ্জামান লিটন এবং তাঁর স্ত্রী ও দুই মেয়ে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন।