ছয় বছর আগে এক দিনমজুরকে হত্যার দায়ে চট্টগ্রামে একজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। দণ্ডিত ব্যক্তি হলেন মো. হোসেন। আজ বুধবার ষষ্ঠ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ সিরাজাম মুনীরা এই রায় দেন।
সরকারি কৌঁসুলি দীর্ঘতম বড়ুয়া প্রথম আলোকে বলেন, আদালত আসামিকে মৃত্যুদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেন। আসামি জামিনে গিয়ে পলাতক রয়েছেন।
আদালত সূত্র জানায়, ২০১৭ সালের মার্চে গ্রামের বাড়ি সন্দ্বীপ থেকে কাজের উদ্দেশ্যে চট্টগ্রাম নগরের হালিশহরে আসেন মাকসুদুর রহমান। ওঠেন একটি ব্যাচেলর বাসায়। ১২ মার্চ বাসা থেকে বের হয়ে পার্শ্ববর্তী একটি দোকানে চা খেতে যান মাকসুদসহ চারজন। সেখানে তুচ্ছ বিষয় নিয়ে কথা-কাটাকাটির জেরে মাকসুদ ওই চারজনের একজন হোসেনকে মারধর করেন। বিষয়টি অন্যরা সমাধানের চেষ্টা করেন। কিন্তু মাকসুদ আবার হোসেনের শার্টের কলার ধরে মারধর করতে থাকেন। পরে দুজন বাসায় চলে আসেন। পরদিন রাতে হোসেন মাকসুদকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। আশপাশের লোকজন মাকসুদের চিৎকার শুনে আহত অবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহত মাকসুদের বড় ভাই মো. রিপন বাদী হয়ে হালিশহর থানায় মামলা করেন। তদন্ত শেষে একই বছরের ৩০ এপ্রিল হালিশহর থানা-পুলিশ হোসেনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেয়। একই বছরের ১১ নভেম্বর তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। ১২ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এই রায় দেন।