সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান। চট্টগ্রাম, ২৩ জুলাই
ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান বলেছেন, ভোটার আনা নির্বাচন কমিশনের দায়িত্ব নয়। নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বও নয়। প্রার্থীরা ভোটার উপস্থিতি করবেন তাঁদের প্রচার–প্রচারণার মাধ্যমে। এ জন্য তৎপরতা থাকতে হবে।

আজ রোববার বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউসে চট্টগ্রাম-১০ (পাহাড়তলী-ডবলমুরিং-হালিশহর-পাঁচলাইশ) আসনের উপনির্বাচন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এর আগে সার্কিট হাউসে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে কমিশনার আনিছুর রহমান প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন কমিশনের সচিব মো. জাহাংগীর আলম। সভাপতিত্ব করেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম। উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বশর মোহাম্মদ ফখরুজ্জামান।

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোটার কম ছিল, এখানে কেমন হবে—এ–সংক্রান্ত এক প্রশ্নের জবাবে আনিছুর রহমান বলেন, জাতীয় নির্বাচনের প্রাক্কালে উপনির্বাচন হচ্ছে। সে কারণে হয়তো মানুষের আগ্রহ কিছুটা কম থাকবে। সাড়ে পাঁচ মাসের মতো সংসদের মেয়াদ আছে আর।

ঢাকায় প্রার্থীর ওপর হামলা প্রসঙ্গে আনিছুর রহমান বলেন, যে ঘটনা ঘটেছে, তা অনাকাঙ্ক্ষিত। নির্বাচন শেষ হওয়ার কয়েক মিনিট আগে এ ঘটনা ঘটেছে। সেটা তদন্তাধীন। যারাই করুক, তদন্তে বের হয়ে আসবে।

চট্টগ্রাম-১০ আসনের ১৫৬ কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বসানোর কাজ চলছে উল্লেখ করে তা কয়েক দিনের মধ্যে শেষ হবে বলে নির্বাচন কমিশনার জানান।