শিক্ষার্থী শাহরিয়ার হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের ঘটনায় গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। একই সঙ্গে এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে তারা। আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে এ দাবি জানায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক।

বিবৃতিতে শিক্ষক নেটওয়ার্ক বলেছে, এই নির্মম হত্যাকাণ্ডটি বিশ্ববিদ্যালয়সংলগ্ন এলাকাগুলোর নিরাপত্তা পরিস্থিতির ওপর এক গভীর প্রশ্ন তুলে ধরেছে। এই অপরাধের দ্রুত, স্বচ্ছ ও কার্যকর তদন্ত ও বিচার নিশ্চিত করতে হবে।

শাহরিয়ার হত্যাকাণ্ডের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষক নেটওয়ার্কের ওপর দায় চাপানোর প্রবণতা দেখা যাচ্ছে উল্লেখ করে বিবৃতিতে শিক্ষক নেটওয়ার্ক বলেছে, বিষয়টি সম্পূর্ণ অসাড় ও অযৌক্তিক।

গত কয়েক মাসে ক্যাম্পাসের ভেতরে বেশ কয়েকটি অপরাধ সংঘটিত হওয়ার ঘটনা উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে, অল্প কয়েক মাসেই দুটি হত্যাকাণ্ডের ঘটনা ও সামাজিক-সাংস্কৃতিক পরিস্থিতির ব্যাপক অবনতির পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তাঁর দায়িত্বে থাকার নৈতিক ভিত্তি হারিয়ে ফেলেছেন।

ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বিবৃতিতে চারটি দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। এর মধ্যে রয়েছে শাহরিয়ার হত্যাকাণ্ডের নিরপেক্ষ, দ্রুত ও সুষ্ঠু তদন্ত এবং ন্যায়বিচার নিশ্চিত করা। সোহরাওয়ার্দী উদ্যান ও আশপাশের এলাকার নিরাপত্তাব্যবস্থা নিয়ে দ্রুত আন্তপ্রাতিষ্ঠানিক সমন্বয়ের মাধ্যমে পরিকল্পনা গ্রহণ করা। বিশ্ববিদ্যালয় এলাকার নিরাপত্তাসংক্রান্ত যেকোনো সিদ্ধান্তে অংশীজনের মতামত নেওয়া এবং জনস্বার্থকে প্রাধান্য দেওয়া । বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কসহ সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে বুলিং ও ঘৃণা-বিদ্বেষ ছড়ানো হচ্ছে। এসব মাধ্যম/প্ল্যাটফর্মগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া এবং বিদ্বেষমূলক কনটেন্ট (আধেয়) সরিয়ে নিতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে পদক্ষেপ নেওয়া।