বাংলাদেশে বিনিয়োগ করুন, জাপানি ব্যবসায়ীদের বললেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপানের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশের উন্নয়ন ও অর্জনের অংশীদার হওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। আজ বৃহস্পতিবার জাপানে হোটেল ওয়েস্টিনে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান।
জাপানি ব্যবসায়ীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ একটি সমৃদ্ধ ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা চাই, আপনারা সবাই আমাদের উন্নয়ন ও অর্জনের অংশীদার হোন।’
শেখ হাসিনা সবাইকে বাংলাদেশে এসে ব্যবসা ও বিনিয়োগের সম্ভাবনা অনুসন্ধানের আহ্বান জানান। তিনি বলেন, ‘বাংলাদেশে বিনিয়োগ করুন। আমরা আত্মবিশ্বাসী, আপনাদের বিনিয়োগ আপনাদের বড় ধরনের সাফল্য এনে দেবে।’
জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রী নিশিমুরা ইয়াসুতোশি, জাপান এক্সটারনাল ট্রেড অর্গানাইজেশনের (জেট্রো) চেয়ারম্যান ইশিগুরো নোরিহিকো এবং জাপান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (জেসিসিআই) চেয়ারম্যান কেন কোবাইয়াশি অনুষ্ঠানে বক্তৃতা করেন।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) যৌথভাবে ‘বাংলাদেশ ও জাপানের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ’ (ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট অপরচুনিটিস বিটুইন বাংলাদেশ অ্যান্ড জাপান) শীর্ষক সম্মেলনের আয়োজন করে।
শেখ হাসিনা বাংলাদেশ ও জাপানের কোম্পানিগুলোর মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক নিয়ে আনন্দ প্রকাশ করেন। তিনি বলেন, ‘আমরা জাপানি বিনিয়োগকারীদের কাছ থেকে বিশেষত আড়াইহাজারে জাপানি অর্থনৈতিক অঞ্চলে আরও বিনিয়োগ আশা করছি।’
প্রধানমন্ত্রী বলেন, ‘জাপানে বসবাসরত প্রবাসী (অনাবাসী) বাংলাদেশি (এনআরবি) এবং বাংলাদেশি বংশোদ্ভূত মানুষের সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে এবং তাঁরা তাঁদের রেমিট্যান্সের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে উল্লেখযোগ্য সহায়তা প্রদান করছেন। আমি তাঁদের আরও উদ্যোক্তা বিকাশ, ব্যবসায়িক উদ্যোগ এবং তাঁদের জাপানি বন্ধুদের সঙ্গে যৌথ উদ্যোগে জড়িত হওয়ার আহ্বান জানাই।’
শেখ হাসিনা বলেন, যেহেতু বাংলাদেশ ২০২৬ সালের মধ্যে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পথে এগিয়ে যাচ্ছে, তাই দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে সম্ভাব্য অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি করতে জাপানের সঙ্গে কাজ করছে।
অর্থনীতিতে আইসিটি, ইলেকট্রনিকস, অবকাঠামো, চামড়া, টেক্সটাইল, আতিথেয়তা ও পর্যটন, ভারী শিল্প, রাসায়নিক ও সার এবং এসএমইর মতো বিভিন্ন খাতে সুযোগ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের সরকার ব্যবসা করার মসৃণ, সহজ ও দক্ষ উপায়গুলো সহজতর করার জন্য যথাসাধ্য চেষ্টা করছে। বিদেশি বিনিয়োগের জন্য আমরা ১০০টি অর্থনৈতিক অঞ্চল, হাই-টেক এবং সফটওয়্যার পার্ক নির্মাণ করছি।’
তিনি জাপানি বিনিয়োগকারীদের আশ্বস্ত করে বলেন, বাংলাদেশ তাদের জন্য প্রস্তুত এবং সেখানে গেলে তাদের দারুণ অভিজ্ঞতা হবে।