অস্ত্র মামলায় এক ব্যক্তির ৭ বছর কারাদণ্ড

আদালত
প্রতীকী ছবি

এক যুগ আগের অস্ত্র মামলায় চট্টগ্রামের এক ব্যক্তিকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। তাঁর নাম মো. আলমগীর। আজ বৃহস্পতিবার প্রথম অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ মোহাম্মদ কামাল হোসেন এ রায় দেন।

সরকারি কৌঁসুলি কানু রাম শর্মা প্রথম আলোকে বলেন, আদালত আসামি আলমগীরকে সাত বছরের কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। আসামি জামিনে গিয়ে পলাতক।

আদালত সূত্র জানায়, ২০১০ সালের ২১ নভেম্বর নগরের সিআরবি তিন রাস্তার মোড়ের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সামনে একটি বন্দুক, গুলিসহ আলমগীরকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় কোতোয়ালি থানার তৎকালীন উপপরিদর্শক সদীপ কুমার বিশ্বাস বাদী হয়ে মামলা করেন। তদন্ত শেষে পরের বছরের ২৬ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। ২০১২ সালের ১১ জানুয়ারি আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেওয়া হয়। পাঁচজনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেন।