মানসিক হাসপাতালে ১৭ বছর, অতঃপর মৃত্যু
পাবনা মানসিক হাসপাতালে ২০০৯ সালে ২৫ বছর বয়সে ভর্তি হওয়া নাইমা চৌধুরী ১৭ বছর পর ৪২ বছর বয়সে মারা গেছেন। স্বজনদের অবহেলায় তিনি এই দীর্ঘ সময় হাসপাতালবন্দী ছিলেন। তাঁর লাশ মর্গে, স্বজন না পেলে 'বেওয়ারিশ' দাফন হবে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ভর্তির সময় দেওয়া স্বজনদের ফোন নম্বর অচল। আইনজীবীরা রিট করলেও এমন অনেকে আজও বাড়ি ফিরতে পারেননি। বর্তমানে ছয়জন ব্যক্তি বাড়ি ফেরার অপেক্ষায় আছেন।