আরও ১২ থানা-উপজেলায় জাতীয় নাগরিক কমিটি গঠন
সাংগঠনিক কাঠামো বিস্তৃতির অংশ হিসেবে দেশের আরও ১২ থানা-উপজেলায় প্রতিনিধি কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক কমিটি। গত বুধ ও বৃহস্পতিবার পৃথক বিজ্ঞপ্তিতে এসব কমিটি গঠনের কথা জানানো হয়েছে।
জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটোয়ারী ও সদস্যসচিব আখতার হোসেন এসব কমিটি অনুমোদন করেন। সর্বশেষ ঘোষিত এসব কমিটির একটি বাদে সব কটিই ঢাকার বাইরের থানা-উপজেলায়।
জাতীয় নাগরিক কমিটির নতুন কমিটিগুলোর মধ্যে ১১ ডিসেম্বর বগুড়ার কাহালু উপজেলায় ২৩৪ সদস্যের, নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় ৪১ সদস্যের, ঢাকার তুরাগ থানায় ৫৯ সদস্যের, বরিশালের কোতোয়ালি মডেল থানায় ১৩৩ সদস্যের, সিলেটের ওসমানীনগর থানায় ৮০ সদস্যের এবং মৌলভীবাজার সদর থানায় ৮৩ সদস্যের, ১২ ডিসেম্বর নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ৬৪ সদস্যের, নারায়ণগঞ্জের আড়াইহাজার থানায় ৫৪ সদস্যের, নেত্রকোনার মদন উপজেলায় ৫৭ সদস্যের, একই জেলার খালিয়াজুরি উপজেলায় ৭১ সদস্যের, কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় ১০৮ সদস্যের ও একই জেলার দৌলতপুর উপজেলায় ১৪০ সদস্যের প্রতিনিধি কমিটি করা হয়েছে।
গত ৮ নভেম্বর রাজধানীর যাত্রাবাড়ী থানায় প্রতিনিধি কমিটি গঠনের মধ্য দিয়ে জাতীয় নাগরিক কমিটির সাংগঠনিক বিস্তারের কার্যক্রম শুরু হয়। সর্বশেষ ঘোষিত কমিটিগুলোসহ এখন পর্যন্ত দেশের ৫৯টি থানা ও উপজেলায় তারা প্রতিনিধি কমিটি করেছে। এর মধ্যে ঢাকায় ২০টি থানা পর্যায়ে, বাকি ৩৯টি থানা-উপজেলা ঢাকার বাইরের। প্রতিনিধি কমিটিগুলো আগামী ৬০ দিনের মধ্যে আহ্বায়ক কমিটিতে রূপান্তরিত হওয়ার কথা রয়েছে।
ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। সেই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। গণ-অভ্যুত্থানের শক্তিকে সংহত করে দেশ পুনর্গঠনের লক্ষ্যে ৮ সেপ্টেম্বর যাত্রা শুরু করে জাতীয় নাগরিক কমিটি। তারা একটি তারুণ্যনির্ভর নতুন রাজনৈতিক দল গঠনের লক্ষ্যে কাজ করছে। এরই অংশ হিসেবে দেশের থানা ও উপজেলা পর্যায়ে কমিটি করছে জাতীয় নাগরিক কমিটি। চলতি ডিসেম্বরের মধ্যেই দেশের সব থানায় কমিটি গঠনের ঘোষণা দিয়েছে তারা।