‘নাশকতার’ অভিযোগে ১৮ দিনে ৪২৬ জন গ্রেপ্তার: র‌্যাব

আসামিদের ঢাকার সিএমএম আদালতের হাজতখানা থেকে কারাগারে নেওয়া হচ্ছে। এ সময় অনেকের স্বজন নাম ধরে ডেকে আশ্বাস দেন। ৮ নভেম্বর
ছবি: সাজিদ হোসেন

দেশের বিভিন্ন স্থানে ‘নাশকতা ও সহিংসতার’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আজ মঙ্গলবার ৩৩ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এ নিয়ে গত ২৮ অক্টোবরের পর থেকে আজ পর্যন্ত ৪২৬ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র‌্যাব।

আজ র‌্যাব সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ রাজধানীর নিউমার্কেট এলাকা থেকে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাহাদি ইসলাম বাবু, রাজবাড়ী সদর এলাকা থেকে কালুখালী উপজেলা যুবদলের সভাপতি পদপ্রার্থী আনিছুর রহমান, রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম ও মানিকগঞ্জ জেলার হরিরামপুর এলাকা থেকে স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মাহাবুবকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া দেশের বিভিন্ন স্থান থেকে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনার সঙ্গে জড়িত ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৮ অক্টোবর রাজধানীতে বিভিন্ন রাজনৈতিক দলের সমাবেশকে কেন্দ্র করে ‘দুষ্কৃতকারী ও সন্ত্রাসীরা’ রাজধানীর কাকরাইল, পল্টন, ফকিরাপুল, মতিঝিলসহ দেশের বিভিন্ন স্থানে হামলা চালায়। তারা গণপরিবহন, ব্যক্তিগত পরিবহন, সরকারি বিভিন্ন যানবাহনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ ছাড়া তারা প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও ভাঙচুর করে। তাদের হামলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, গণমাধ্যমকর্মী, সাধারণ মানুষসহ বহু হতাহতের ঘটনা ঘটে।