চট্টগ্রামে বিক্ষোভ মিছিল শুরু, যোগ দিয়েছেন হাজারো মানুষ

সৌরভ দাশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল শুরু হয়েছে। আজ শনিবার বেলা পৌনে তিনটায় নগরের নিউমার্কেট মোড়ে এ কর্মসূচি শুরু হয়। মিছিলে কয়েক হাজার শিক্ষার্থী অংশ নিয়েছেন। সংহতি জানিয়ে অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিক্ষোভ মিছিলে যোগ দিয়েছেন।

চট্টগ্রাম নিউমার্কেট মোড়ে বিক্ষোভকারীদের মিছিল। আজ বিকেল পৌনে তিনটায় তোলা
সুজন ঘোষ

সারা দেশে ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদে এবং নয় দফা দাবিতে এ বিক্ষোভ করা হচ্ছে। সরেজমিন দেখা যায়, বেলা আড়াইটা থেকে শিক্ষার্থীরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে নিউমার্কেটের আশপাশের জড়ো হচ্ছিলেন। পরে বেলা পৌনে তিনটার দিকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে নিউমার্কেট মোড় অবরোধ করেন। এ কারণে সেখানে যান চলাচল বন্ধ রয়েছে।

মিছিলে শিক্ষার্থীরা, ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’, ‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব চাই’, ‘উই ওয়ান্ট জাস্টিস’ ইত্যাদিসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

বিক্ষোভকারীরা নিউমার্কেট এলাকায় রাস্তায় ব্যারিকেড দিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। আজ বিকেল পৌনে তিনটায় তোলা
সুজন ঘোষ

জানতে চাইলে আন্দোলনে থাকা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া শিকদার প্রথম আলোকে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী কর্মসূচি পালিত হচ্ছে। আগামীকাল রোববার থেকে অসহযোগ আন্দোলন করবেন তাঁরা।

এদিকে শিক্ষার্থীদের এই মিছিল শুরু হলেও বেলা তিনটা পর্যন্ত আশপাশে কোনো পুলিশের উপস্থিতি দেখা যায়নি।