সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ২৭ ফেব্রুয়ারি, মঙ্গলবার। গতকাল সোমবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

ট্রেন আসতেই মেয়েকে কোলে নিয়ে রেললাইনে শুয়ে পড়লেন মা, অতঃপর...

ঘটনার সময়ের একটি মুহূর্ত
ছবিটি ভিডিও থেকে নেওয়া

ময়মনসিংহে রেললাইনের পাশ দিয়ে মেয়েকে কোলে নিয়ে হাঁটছিলেন এক নারী। বিপরীত দিক থেকে ট্রেন আসছিল। ট্রেনটি কাছে আসতেই কোলের শিশুকে নিয়ে রেললাইনে শুয়ে পড়েন মা। এ সময় ঘটনাস্থলেই মারা যান মা ও মেয়ে। এমন একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। গত রোববার দুপুরে ময়মনসিংহ নগরের সানকিপাড় রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে। বিস্তারিত পড়ুন...

বাবুবাজারে শর্ত ভেঙে বসানো দোকানগুলো তুলে দেওয়া হলো

ইজারার শর্ত ভেঙে বসানো দোকান তোলার পরে বাবুবাজার সেতুর নিচের জায়গা (বামে), দোকান তোলার আগের অবস্থা (ডানে)। বামের ছবিটি আজ সোমবার সকালের ও ডানের ছবিটি ১৫ ফেব্রুয়ারি দুপুরের
ছবি: দীপু মালাকার

পুরান ঢাকার দ্বিতীয় বুড়িগঙ্গা সেতুর (বাবুবাজার ব্রিজ) নিচে রাস্তা ও ফুটপাত দখল করে বসানো দোকান তুলে দেওয়া হয়েছে। গত শনিবার ‘বাবুবাজারে শর্ত ভেঙে দোকান, মাসে তোলা হচ্ছে ৩০ লাখ টাকা’ শীর্ষক শিরোনামে প্রথম আলোতে প্রতিবেদন প্রকাশিত হয়। রোববার কর্তৃপক্ষ এসব দোকানপাট তুলে দিয়েছে।
বিস্তারিত পড়ুন...

রাশিয়ার জিতে যাওয়া মানে ‘জোর যার মুল্লুক তার’ নীতির জয়

এই যুদ্ধ ও যুদ্ধের পরিণতি প্রতিটি দেশের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া যেদিন লক্ষাধিক সেনা নিয়ে ইউক্রেনের দিকে অগ্রসর হলো, সেদিনই বিশ্বে একটি ভূরাজনৈতিক ভূমিকম্প ঘটে গেছে। তারপর দুই বছর কেটে গেছে। ইউক্রেনের যুদ্ধ এখনো চলছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই মহাদেশে এত বড় ও প্রলম্বিত যুদ্ধ আর কখনো হয়নি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে কোনো যুদ্ধে এত প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ আর কখনো হয়নি। বিস্তারিত পড়ুন...

পদত্যাগ করলেন ফিলিস্তিনের প্রধানমন্ত্রী

গাজায় চলমান ইসরায়েলি অভিযানের মধ্যে পদত্যাগ করেছেন ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ এশতায়েহ। রামাল্লাহ, ফিলিস্তিন, ২৬ ফেব্রুয়ারি, ২০২৪
ছবি: এএফপি

ফিলিস্তিনের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন মোহাম্মদ এশতায়েহ। গাজায় যুদ্ধ, গণহত্যা ও পশ্চিম তীরে সহিংসতা বৃদ্ধিকে কেন্দ্র করে তিনি তাঁর সরকারের পদত্যাগ ঘোষণা করেছেন। সোমবার ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এশতায়েহ। তাঁর নেতৃত্বাধীন সরকার পশ্চিম তীর শাসন করত। বিস্তারিত পড়ুন...

পঙ্কজ উদাস মারা গেছেন

পঙ্কজ উদাস
এএনআই

ভারতীয় সংগীতজগতে নক্ষত্রের পতন। গজলশিল্পী পঙ্কজ উদাস মারা গেছেন। ‘বড়ে দিনো কে বাদ...চিঠঠি আয়ি চিঠঠি আয়ি হ্যায়...’-এর সেই মনকাড়া গজলের কণ্ঠ থেমে গেল চিরদিনের মতো। সোমবার পঙ্কজ উদাসের পরিবারের পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের জানাচ্ছি, পদ্মশ্রী পঙ্কজ উদাস ২০২৪-এর ২৬ ফেব্রুয়ারি প্রয়াত হয়েছেন...।’ গায়কের কন্যা নায়াব উদাস ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে বাবার মৃত্যুর কথা নিশ্চিত করেছেন। মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে বেলা ১১টা নাগাদ মৃত্যু হয় শিল্পীর। দীর্ঘদিন ধরে গায়ক নানা ধরনের অসুস্থতায় ভুগছিলেন। বিস্তারিত পড়ুন...

বাংলাদেশ থেকে আরও পড়ুন