সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ১০ নভেম্বর, শুক্রবার। গতকাল বৃহস্পতিবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ ছুটির দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

যেকোনো মূল্যে নির্বাচন করতে হবে, দ্রুত তফসিল ঘোষণা: সিইসি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। বঙ্গভবন, ৯ নভেম্বর
ছবি: দীপু মালাকার

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, যেকোনো মূল্যে নির্ধারিত সময়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন করতে হবে। দ্রুত নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। যেকোনো মূল্যে নির্ধারিত সময়, ২৯ জানুয়ারির আগেই নির্বাচন করতে হবে বলে জানান তিনি। বিস্তারিত পড়ুন...

রাষ্ট্রদূত পিটার হাসকে পেটানোর প্রকাশ্য হুমকি নিয়ে যা বলল মার্কিন পররাষ্ট্র দপ্তর

মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল
ছবি: ইউটিউব ভিডিও থেকে নেওয়া

ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসকে পেটানোর প্রকাশ্য হুমকিকে ‘সহিংস বক্তব্য’ হিসেবে আখ্যা দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এ বক্তব্যকে তারা খুবই অসহযোগিতামূলক আচরণ হিসেবে উল্লেখ করেছে। বিস্তারিত পড়ুন...

একে একে মারা গেল সড়ক দুর্ঘটনায় আহত তিন বন্ধু

সড়ক দুর্ঘটনায় নিহত (বাঁ থেকে) বিশাল হোসেন, মিতুল হোসেন ও সিয়াম সরদার
ছবি: সংগৃহীত

তিন বন্ধু একসঙ্গে চলত, একসঙ্গে পড়ত। একসঙ্গেই চেপে বসে ছিল মোটরসাইকেলে। স্কুলে যাচ্ছিল পরীক্ষা দিতে, কিন্তু স্কুলে পৌঁছানো হয়নি তাদের। পথিমধ্যে ইঞ্জিনচালিত করিমনের ধাক্কায় গুরুতর আহত হয় তিন বন্ধু। পাবনার ঈশ্বরদী উপজেলার বহরপুর এলাকায় পাবনা-ঈশ্বরদী সড়কে গত সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে একে একে তিন বন্ধুরই মৃত্যু হয়। বিস্তারিত পড়ুন...

বাণিজ্যমন্ত্রী যে লিপস্টিক তত্ত্বের কথা জানেন না

লিপস্টিক
রয়টার্স প্রতীকী ছবি

এদুয়ার্দো গালেয়ানো নামে উরুগুয়ের একজন প্রখ্যাত সাংবাদিক ও লেখক ছিলেন। তিনি একবার বলেছিলেন, ‘সর্বোত্তম ভাষা হলো নীরবতা। অথচ আমরা এখন ভয়ানক শব্দস্ফীতির সময় বাস করি, যা মুদ্রাস্ফীতির চেয়েও অনেক খারাপ।’ কথাটা বাংলাদেশের কেউ লিখলে চোখ বন্ধ করে বলে দেওয়া যেত, উচ্চ মূল্যস্ফীতির সময় এ দেশের মন্ত্রীদের কথাবার্তা শুনেই হয়তো কথাগুলো লেখা হয়েছে। বিস্তারিত পড়ুন...

সেমিফাইনালে যেতে ‘ঐশ্বরিক সাহায্যের’ দিকে তাকিয়ে পাকিস্তান

পাকিস্তান দলের অনুশীলনে দুই পেসার শাহিন আফ্রিদি ও হারিস রউফের সঙ্গে ক্রিকেট পরিচালক মিকি আর্থার (ডানে) ও পেস বোলিং কোচ মরনে মরকেল (বাঁয়ে)
ছবি: পিসিবি

প্রথম পর্বে নিজেদের শেষ ম্যাচে শুধু জিতলেই তো আর হবে না, সেমিফাইনালে যেতে হলে পাকিস্তানকে নির্ভর করতে হবে নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা এবং দক্ষিণ আফ্রিকা-আফগানিস্তান ম্যাচের ফলের ওপরও। তাই তো সেমিফাইনালে যাওয়ার জন্য পাকিস্তান দলের পরিচালক মিকি আর্থার তাকিয়ে আছেন ‘ঐশ্বরিক সাহায্যের’ দিকে!
বিস্তারিত পড়ুন...

বাংলাদেশ থেকে আরও পড়ুন