মেঘকে প্লটের দলিল বুঝিয়ে দিলেন প্রধান উপদেষ্টা
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির সন্তান মাহির সরওয়ার মেঘকে পূর্বাচলে তিন কাঠা জমির দলিল হস্তান্তর করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই দলিল হস্তান্তর করা হয়। ২০০৯ সালে মূল্য পরিশোধের পরও প্লটটি বুঝিয়ে দেওয়া হয়নি। অধ্যাপক ইউনূস সাগর-রুনি হত্যা মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে চান এবং দ্রুত তদন্ত শেষ করার নির্দেশ দেন।