মেট্রোরেলের বিয়ারিং প্যাড কেন খুলে পড়তে পারে
ডিএমটিসিএলের কোনো কোনো কর্মকর্তা মনে করেন, ফার্মগেটে মেট্রোরেলের যে স্থানটিতে দুবার বিয়ারিং প্যাড খুলে পড়েছে, সেই জায়গাটিতে বড় বাঁক রয়েছে। এ ছাড়া বিজয় সরণি থেকে আস্তে আস্তে রেলপথটি ফার্মগেটে আসতে আসতে উঁচুতে উঠে গেছে।এটাকে অবশ্য দুর্ঘটনার কারণ বলতে নারাজ অধ্যাপক সামছুল হক। তিনি বলেন, বাঁক ও উঁচু হওয়া প্রকৌশলগত চ্যালেঞ্জের বিষয়। মেট্রোরেলে এই চ্যালেঞ্জ মোকাবিলায় নকশা এবং বাড়তি খরচ করা হয়েছে। এরপরও কেন নিরাপত্তাঝুঁকি থাকবে? এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।