মেট্রোরেলের ছাদে দুই ব্যক্তি, বন্ধ ট্রেন চলাচল
রাজধানীর সচিবালয় স্টেশনে মেট্রোরেলের ছাদে দুই ব্যক্তি উঠে পড়ায় আজ রোববার রাত আটটা থেকে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ডিএমটিসিএল জানায়, এটি নাশকতা কি না, খতিয়ে দেখা হচ্ছে। একজন ছাদে ছিলেন, অন্যজন পালিয়ে যান। নিরাপত্তা নিশ্চিত করতে সব বগি ও ট্রেন পরীক্ষা করা হচ্ছে। কর্তৃপক্ষ যাত্রীদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে এবং আজকের জন্য মেট্রোরেল চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।