মেট্রোরেলের স্থায়ী কার্ডের সংকট কাটবে কবে
ঢাকার মেট্রোরেলে স্থায়ী কার্ড নিয়ে সংকট চলছে। নিয়মিত যাতায়াতের জন্য স্থায়ী কার্ড করতে চাইলেও অনেকে তা পাচ্ছে না। মেট্রোরেল কর্তৃপক্ষের কর্মকর্তারা এই সংকট সমাধানে পদক্ষেপ নেওয়ার কথা বললেও তাতে সংকট মোচনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। স্থায়ী কার্ড কেনা এবং নিয়ন্ত্রণ কোন প্রতিষ্ঠানের হাতে থাকবে, এ নিয়ে টানাটানি চলেছে গত এক বছর।