বিএসটিআইয়ের ভুয়া লোগোয় মধু বিক্রি, জরিমানা লাখ টাকা

ভ্রাম্যমাণ আদালত
প্রতীকী ছবি

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) ভুয়া লোগো ব্যবহার করে নকল মধু বিক্রি করা হচ্ছিল দোকানে। বিভিন্ন যৌন রোগের ইউনানি ওষুধও বিক্রি হচ্ছিল। কোনোটির অনুমোদন নেই। এ অপরাধে চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ি মোড়ের এক দোকানদারকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার কাজীর দেউড়ি মোড়ে ভিআইপি টাওয়ারের ভ্যারাইটি স্টোর নামে ওই দোকানে অভিযানের সময় এসব দেখে আদালত দোকানের মালিককে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করেন। এ ছাড়া জিইসি মোড়ে এক ওষুধের দোকানের মালিককে নকল প্রসাধনসামগ্রী রাখার দায়ে আদালত ৩০ হাজার টাকা জরিমানা করেন।

চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত ভ্রাম্যমাণ আদালতের আজকের এসব অভিযানে নেতৃত্ব দেন। অভিযানের সময় বিএসটিআই এবং ঔষধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তারাও তাঁর সঙ্গে ছিলেন। ভ্রাম্যমাণ আদালতের এসব অভিযানে সহযোগিতা করেন চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সদস্যরা।

অভিযানে ভ্রাম্যমাণ আদালত যৌন রোগ, ডায়াবেটিস, পাইলস, সিফিলিস, গনোরিয়া রোগের অনুমোদনহীন ওষুধ এবং বিভিন্ন ধরনের মলম ও ব্যথানাশক তেল জব্দ করেন। এসব ওষুধের মোড়কে ভ্যারাইটিস ইউনানী নামে ট্যাগ ছিল। কিন্তু সংশ্লিষ্ট দোকানদারের ওষুধ তৈরির কোনো নথিপত্র আদালতকে দেখাতে ব্যর্থ হন।

এ ছাড়া জিইসি মোড়ে কিউপিএস মডেল ফার্মেসি নামের এক দোকানমালিককে নকল প্রশাধনী ও শুল্ক ফাঁকি দেওয়ার দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।