এনএসইউতে সেমিনারে জিএমও শস্যনীতিতে নোবেলজয়ী স্যার রিচার্ড জে রবার্টস

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ‘বাংলাদেশে জিএমও ফসল: নীতি ও অনুশীলন’ আলোচনা সভা অনুষ্ঠিত হয়
ছবি: সংগৃহীত

নর্থ সাউথ ইউনিভার্সিটির সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্ন্যান্স (এসআইপিজি) এবং এনএসইউ-ইউডব্লিউএ অ্যাগ্রিবিজনেস সেন্টার অব এক্সিলেন্স (এসিই) শনিবার যৌথভাবে ‘বাংলাদেশে জিএমও ফসল: নীতি ও অনুশীলন’ শীর্ষক একটি আলোচনা সভার আয়োজন করেছে। সেমিনারটির মূল লক্ষ্য ছিল, দেশে জিএমও ফসল–সম্পর্কিত বর্তমান নীতি-কার্যক্রম মূল্যায়ন ও আলোচনা এবং গবেষণা ও উত্পাদনের ক্ষেত্রে উল্লেখযোগ্য চ্যালেঞ্জ ও অগ্রগতি চিহ্নিত করা।

অনুষ্ঠানের মূল বক্তা ছিলেন চিকিৎসাবিজ্ঞানে নোবেল বিজয়ী স্যার রিচার্ড জে রবার্টস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনএসইউ উপাচার্য আতিকুল ইসলাম। বিশেষজ্ঞ প্যানেলে ছিলেন সাবেক কৃষিসচিব আনোয়ার ফারুক, এনএসইউর বায়োকেমিস্ট্রি অ্যান্ড মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক আবদুল খালেক, এনএসইউর এসআইপিজির সহযোগী অধ্যাপক এম মাহফুজুল হক, এনএসইউর পরিবেশবিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মো. শওকত ইসলাম। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্যার রিচার্ড জে রবার্টস জিএমও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের ওপর আলোকপাত করেন। তিনি জিএমওকে একটি সম্ভাব্য সমাধান হিসেবে উপস্থাপন করে বিশ্বব্যাপী ক্ষুধা ও অপুষ্টিজনিত বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু তুলে ধরেন। স্যার রবার্টস ‘জিএমও’ শব্দটির ওপর জোর দেন। তিনি বিবর্তনের মাধ্যমে পৃথিবীর সব প্রাণী ও উদ্ভিদে শতাব্দীর পর শতাব্দী ধরে প্রাকৃতিকভাবে যে জিনগত পরিবর্তন চলে আসছে, তা তুলে ধরেন।

অধ্যাপক আতিকুল ইসলাম জিএম খাদ্য সম্পর্কে নীতিনির্ধারকদের বোঝানোর চ্যালেঞ্জ এবং বাংলাদেশের জনগণের মধ্যে ভিটামিনের ঘাটতি মোকাবিলায় এর সম্ভাবনার কথা তুলে ধরেন।

সাবেক সচিব আনোয়ার ফারুক বাংলাদেশে খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার চ্যালেঞ্জগুলো তুলে ধরেন। অধ্যাপক আবদুল খালেক দেশে কৃষি উদ্ভাবনে বায়োটেকনোলজির ভূমিকা তুলে ধরেন। এম মাহফুজুল হক বাংলাদেশের জিএমও পলিসি রেজিম সম্পর্কে আলোচনা করেন এবং মো. শওকত ইসলাম দেশে জিএমও ফসল ছাড়ার পরিবেশগত উদ্বেগের কথা তুলে ধরেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসআইপিজির পরিচালক এবং রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান এস কে তৌফিক এম হক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এনএসইউ-ইউডব্লিউএ অ্যাগ্রিবিজনেস সেন্টার অব এক্সিলেন্সের (এসিই) অধ্যাপক নজরুল ইসলাম এবং ধন্যবাদ জ্ঞাপন করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সের ডিন হাসান মাহমুদ।