৯ কর্মকর্তাকে পরিচালক পদে পদোন্নতি দিল দুদক
দুর্নীতি দমন কমিশনের (দুদক) ৯ জন কর্মকর্তাকে উপপরিচালক থেকে পরিচালক পদে পদোন্নতি দিয়েছে সংস্থাটি। আজ বুধবার দুদকের পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) মোহাম্মদ মনিরুজ্জামান বকাউলের স্বাক্ষরে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
পরিচালক পদে পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন মো. গোলাম ফারুক, মোহাম্মদ জহিরুল হুদা, মো. নাছিরউদ্দিন, মো. মীজানুল ইসলাম, মো. রফিকুজ্জামান, মো. মোনায়েম হোসেন, মলয় কুমার সাহা, মো. আবদুল মাজেদ ও সৈয়দ তাহসিনুল হক।
দুদকের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, গোলাম ফারুক, জহিরুল হুদা, নাছিরউদ্দিন ও মীজানুল ইসলাম ১৯৯৫ সালে জেলা দুর্নীতি দমন কর্মকর্তা হিসেবে চাকরিতে যোগ দেন। আর রফিকুজ্জামান, মোনায়েম হোসেন, মলয় কুমার সাহা, আবদুল মাজেদ ও সৈয়দ তাহসিনুল হক ১৯৯৪ সালে পিএসসির মাধ্যমে পরিদর্শক পদে যোগ দেন। ২০০৭ সালে তাঁরা সহকারী পরিচালক হন। এই কর্মকর্তারা দীর্ঘদিন থেকে বঞ্চিত ছিলেন। পরিচালক পদে পদোন্নতির মাধ্যমে তাঁদের দীর্ঘদিনের বঞ্চনার অবসান হলো।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, এখনো ১২ কর্মকর্তা পদোন্নতি বঞ্চিত রয়ে গেছেন।