সিলেটে ডোমিনোজ পিৎজার আউটলেট উদ্বোধন
বাংলাদেশে নিজেদের ব্যবসা দ্রুত সম্প্রসারণ করছে বিশ্বের বৃহত্তম পিৎজা চেইন ‘ডোমিনোজ পিৎজা’। এরই ধারাবাহিকতায় গ্রাহকদের ‘চিজি হ্যাপিনেসে’র সুযোগ দিতে সম্প্রতি সিলেট দরগাহ গেটে উদ্বোধন করা হয়েছে প্রতিষ্ঠানটির ৩৭তম আউটলেট।
এ সময় উপস্থিত ছিল ডোমিনোজ পিৎজা বাংলাদেশের ম্যানেজমেন্ট টিমসহ অন্যান্য অংশীদার এবং এস ও এস চিলড্রেনস ভিলেজের ছাত্রছাত্রীরা, যারা এই ফাউন্ডেশনের মাধ্যমে বিনা মূল্যে পড়াশোনার সুযোগ পেয়ে থাকে।
ডোমিনোজ পিৎজা বাংলাদেশের চিফ অপারেটিং অফিসার আহমেদ শোয়েব ইকবাল বলেন, ‘গত সাড়ে পাঁচ বছরে এ দেশে সবচেয়ে দ্রুততার সঙ্গে বড় হওয়া ফুড ব্র্যান্ড ডোমিনোজ পিৎজা। সিলেটে দ্বিতীয় এবং বাংলাদেশে ৩৭তম রেস্টুরেন্ট খুলতে পেরে আমরা গর্বিত। ডোমিনোজ পিৎজার প্রতি ভালোবাসা ও সমর্থনের জন্য গ্রাহকদের আন্তরিক ধন্যবাদ।’
নতুন চালু হওয়া সিলেট দরগাহ গেট রেস্টুরেন্ট থেকে প্রাণবন্ত ডাইন ইন অভিজ্ঞতার সঙ্গে আম্বরখানা, জালালাবাদ, হাউজিং এস্টেট, দারিয়াপাড়া, হাওয়াপাড়া এবং দরগাহ গেট এলাকার গ্রাহকেরা হোম ডেলিভারি-সুবিধা পাবেন।
প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে ডোমিনোজ পিৎজার অ্যাপ ডাউনলোড করে সহজেই হোম ডেলিভারির জন্য অর্ডার করা যাবে। এ ছাড়া ডোমিনোজ পিৎজার ওয়েবসাইট থেকে বা ১৬৬৫৬ নম্বরে ফোন করেও অর্ডার করা যাবে।
বর্তমানে ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, খুলনা, কক্সবাজার ও সিলেটে তাদের সর্বমোট ৩৭টি আউটলেট রয়েছে।