ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু
এক দিনে ৭১২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে এ বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৬৭। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে।
আজ শনিবার বিকেলে পাঠানো কন্ট্রোল রুমের সর্বশেষ তথ্যে বলা হয়েছে, গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে ৭১২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ বছর এক দিনে এত রোগী আগে হাসপাতালে ভর্তি হতে দেখা যায়নি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুয়াযী, এ বছর ২০ হাজার ২৩৫ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
ঢাকা মহানগরে ডেঙ্গুর প্রকোপ বরাবরের মতো এ বছরও বেশি। তবে এ বছর ঢাকার বাইরে অন্যান্য বড় শহর, জেলা শহর ও গ্রামে ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টার যে হিসাব স্বাস্থ্য অধিদপ্তর দিয়েছে, তাতে দেখা যাচ্ছে, হাসপাতালে ভর্তি হওয়া ৩০ শতাংশ রোগী ঢাকার বাইরের।
এ বছর ব্যতিক্রম দেখা যাচ্ছে কক্সবাজার জেলার সংক্রমণের ক্ষেত্রে। এ বছর দেশের দক্ষিণ–পূর্বাঞ্চলের এই জেলায় ১ হাজার ৩১৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। পাশাপাশি এ জেলায় ডেঙ্গুতে মৃত্যুও বেশি। গত ২৪ ঘণ্টায় যে তিনজনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর, এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে কক্সবাজারে। অন্য দুজনের মৃত্যু হয়েছে ঢাকা মহানগরের দুটি বেসরকারি হাসপাতালে।
এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা যাওয়া ৬৭ জনের মধ্যে ৩৪ জনের মৃত্যু হয়েছে ঢাকা শহরের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে। ২১ জনের মৃত্যু হয়েছে কক্সবাজারের বিভিন্ন হাসপাতালে।
হাসপাতালে ভর্তি হওয়া রোগীরা তিন–চার দিনের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছে। এ পর্যন্ত ভর্তি হওয়া রোগীদের ৮৮ শতাংশ ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে বলে স্বাস্থ্য অধিদপ্তর তথ্য বলছে।