গ্রামীণফোন ও ঘরেরবাজার-এর সঙ্গে চুক্তি সই: রমজান হোক স্বাস্থ্যকর জীবনযাত্রার
দেশের অন্যতম সুপরিচিত এবং বিশ্বস্ত অনলাইন প্ল্যাটফর্ম ঘরেরবাজার-এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে গ্রামীণফোন। ঘরেরবাজার দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে নিজস্ব তত্ত্বাবধানে সংগৃহীত নিরাপদ, পুষ্টিকর এবং উচ্চমানসম্পন্ন সব খাবার গ্রাহকদের দোরগোড়ায় সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ। আর এ জন্য জিপি স্টার গ্রাহকদের জন্য পবিত্র রমজান উপলক্ষে নিয়ে আসা হয়েছে বিশেষ সুবিধা।
সম্প্রতি দুটি প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এ সময় ঘরেরবাজার-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. নাজমুস সাকিব, গ্রামীণফোনের হেড অব ব্র্যান্ড ও মার্কেট কমিউনিকেশনসের মো. ইফতেখার আলমসহ অন্যরা উপস্থিত ছিলেন।
রমজান মাস হলো আত্ম-অনুসন্ধান, তাকওয়া ও একাত্মতার মাস। মাসটি অর্থবহ করতে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিষয়টি লক্ষ রেখেই জিপি স্টার গ্রাহকেরা ঘরেরবাজার-এর স্বাস্থ্যকর খাদ্যসামগ্রীর ওপর পাবেন বিশেষ সব মূল্যছাড়।
ঘরেরবাজার-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. নাজমুস সাকিব বলেন, ‘গ্রামীণফোন এবং ঘরেরবাজার-এর সম্পর্ক আমাদের গ্রাহকদের জন্য একটি চমৎকার সুযোগ উপস্থাপন করছে। আমরা আত্মবিশ্বাসী যে উভয় অংশের গ্রাহকেরাই এই বিশেষ মূল্যছাড়ে লাভবান হবেন।’
গ্রামীণফোনের পার্টনারশিপ মার্কেটিংয়ের প্রধান মুনিয়া ঘানি বলেন, ‘ঘরেরবাজার-এর সঙ্গে কাজের সূচনা আমাদের জন্য আনন্দের। একে অপরের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক আমাদের অনলাইন গ্রাহক–অভিজ্ঞতা উন্নত করবে এবং তা উভয় প্রতিষ্ঠানের জন্যই লাভজনক হবে।’