ভেতরে যদি সিল মারা হতে থাকে, ছবি-ভিডিও হয়, নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হতে পারে: সিইসি

রাজধানীর আগারগাঁওয়ে ইটিআই ভবনে আজ শুক্রবার সকালে নির্বাচন ব্যবস্থাপনা-সংক্রান্ত দ্বিতীয় দফা প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন সিইসি কাজী হাবিবুল আউয়াল
ছবি: আশরাফুল আলম

জাতীয় সংসদ নির্বাচনের সময় জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) মধ্যে সমন্বয় বজায় রাখার তাগিদ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। ডিসি-এসপিদের উদ্দেশে সিইসি বলেন, সমন্বয় করে সুন্দরভাবে নির্বাচন তুলে আনার চেষ্টা করবেন।

নির্বাচন কমিশনের মূল চাওয়ার কথা উল্লেখ করে কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘ভোটারদের ভোটাধিকার প্রয়োগের স্বাধীনতা যেন ব্যাহত না হয়। ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারেন। ভেতরে যদি সিল মারা হতে থাকে, কেউ না কেউ হয়তো তুলে (ছবি-ভিডিও) ফেলবে। সেটা যখন প্রচারিত হবে, তখন আমাদের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়ে পড়তে পারে। কেন এটা হলো? আমাদের ব্যর্থতা অথবা অদক্ষতার বিষয়টি আসতে পারে।’

আজ শুক্রবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে দুই  দিনের এ প্রশিক্ষণের উদ্বোধন করেন সিইসি কাজী হাবিবুল আউয়াল।

আরও পড়ুন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, উপমহাপুলিশ পরিদর্শক, জেলা প্রশাসক, পুলিশ সুপার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তাদের নির্বাচন ব্যবস্থাপনা-সংক্রান্ত দ্বিতীয় দফা প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন সিইসি।

অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশে সিইসি বলেন, ‘আপনারা এমনভাবে দায়িত্ব পালন করবেন, যাতে নির্বাচন সত্যিকার অর্থে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হয়। এ চেষ্টা কীভাবে করবেন, সেটা জানি না। কারণ, ওই জ্ঞান আমার নেই, আপনাদের আছে। আমাদের বার্তা হচ্ছে, নির্বাচন শান্তিপূর্ণ আর সুশৃঙ্খল করবেন। গতকাল মহামান্য রাষ্ট্রপতিকে বলেছি। উনিও চেয়েছেন, নির্বাচন যেন সুশৃঙ্খল হয়। সুশৃঙ্খল আমি করাতে পারব না, আপনাদেরই করাতে হবে।’

রাজধানীর আগারগাঁওয়ে ইটিআই ভবনে নির্বাচন ব্যবস্থাপনা-সংক্রান্ত দ্বিতীয় দফা প্রশিক্ষণে ইসির কর্মকর্তারা
ছবি: আশরাফুল আলম

‘নির্বাচনের গুরুত্ব অনুধাবন করবেন প্রথমে দায়িত্ববোধ দিয়ে, ক্ষমতা বা শক্তি দিয়ে নয়’—এ মন্তব্য করে হাবিবুল আউয়াল বলেন, ‘দায়িত্ব পালন করতে গিয়ে যদি ক্ষমতা প্রয়োগের প্রয়োজন হয়, তখন ক্ষমতা বা শক্তি দেখাবেন। গণতন্ত্রকে আক্ষরিক ও চেতনাগত অর্থে যদি বাস্তবায়ন করতে না পারি, তাহলে জাতির সামনে আমাদের জন্য এটা ব্যর্থতার নজির হয়ে থাকবে।’

আরও পড়ুন

এ আয়োজনে আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান, রাশেদা সুলতানা, মো. আলমগীর ও আনিছুর রহমান। আরও ছিলেন ইসি সচিব মো. জাহাংগীর আলম।

আরও পড়ুন