শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত ও হয়রানি বন্ধের দাবি এইচআরএফবির

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে সব শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ (এইচআরএফবি)। একই সঙ্গে শিক্ষার্থীদের যেন কোনোভাবে হয়রানি করা না হয়, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতার আহ্বান জানানো হয়।

আজ শনিবার এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়। এ ছাড়া ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের ক্ষতিপূরণ ও যথাযথ চিকিৎসা নিশ্চিত করারও দাবি জানায় এইচআরএফবি।

ফোরামের আহ্বায়ক ফারুখ ফয়সলের সই করা এই বিবৃতিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে সহিংসতা, রাষ্ট্রীয় স্থাপনায় হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির তীব্র নিন্দা জানানো হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের কোনোরূপ হয়রানি না করে সহিংসতার সঙ্গে জড়িত ব্যক্তিদের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং বিচার নিশ্চিত করার দাবি জানায় ২০টি মানবাধিকার, নাগরিক ও উন্নয়ন সংস্থার সমন্বয়ে গঠিত এই ফোরাম।

বিবৃতিতে কোটা সংস্কার আন্দোলনের তিন সমন্বয়ককে হাসপাতাল থেকে তুলে নেওয়ার ঘটনায় নিন্দা ও উদ্বেগ জানিয়ে বলা হয়, এমন ঘটনা সাধারণ শিক্ষার্থী ও তাঁদের পরিবারের মধ্যে ভীতির সঞ্চার করছে। এভাবে নির্বিচার আটক বাংলাদেশের সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন।

শিক্ষার্থীদের আন্দোলনের সব সমন্বয়কারীর মুক্তি, নিরাপত্তা নিশ্চিত, ভীতি প্রদর্শন ও যেকোনো ধরনের অবৈধ বলপ্রয়োগ থেকে বিরত থাকার আহ্বান জানায় এইচআরএফবি। ফোরামের পক্ষ থেকে বলা হয়, এই আন্দোলনে শিক্ষার্থীরা কোনো ধরনের সহিংসতা বা নাশকতার সঙ্গে জড়িত ছিলেন না। বেশ কয়েকজন মন্ত্রী বারবার এ ধরনের বক্তব্য দিয়েছেন। মন্ত্রীদের বক্তব্যের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আচরণ সংগতিপূর্ণ নয়।