অননুমোদিতভাবে অনুপস্থিত থাকা ১১২ শিক্ষক-কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)

অননুমোদিতভাবে বিদ্যালয় অনুপস্থিত থাকা দেশের বিভিন্ন বিদ্যালয়ের ১১২ শিক্ষক-কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। ৫ কর্মদিবসের মধ্যে নিজ নিজ জেলা শিক্ষা অফিসে উপস্থিত হয়ে অনুপস্থিত থাকার বিষয়ে সুস্পষ্ট কারণ জানাতে হবে ওই শিক্ষকদের।

আজ সোমবার মাউশি এক অফিস আদেশে এ কথা জানিয়েছে।

অফিস আদেশ অনুযায়ী, মাউশির অধীন মাঠপর্যায়ের কর্মকর্তারা ডিজিটাল মনিটরিং সিস্টেমের মাধ্যমে পূর্বঘোষণা ছাড়াই গত বছরের নভেম্বর মাসে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করে প্রতিবেদন দেন। মাউশির পরিবীক্ষণ ও মূল্যায়ন শাখার মাধ্যমে এ প্রতিবেদন পায় মাউশি প্রশাসন। তাতে দেখা যায়, পরিদর্শনের সময় ১১২ জন শিক্ষক-কর্মচারী অননুমোদিতভাবে অনুপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ৯৬ জন শিক্ষক ও ১৬ জন কর্মচারী রয়েছেন।