চেক প্রত্যাখ্যানের মামলায় যুবলীগ নেতার কারাদণ্ড

আদালত
প্রতীকী ছবি

চেক প্রত্যাখ্যানের মামলায় যুবলীগের এক নেতাকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। তাঁর নাম মো. আলতাফ হোসেন। তিনি চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক। রোববার চতুর্থ যুগ্ম চট্টগ্রাম মহানগর দায়রা জজ জেসমিন আক্তার কলি এ রায় দেন।

মামলার বাদী মো. পারভেজের আইনজীবী অর্ণব তালুকদার প্রথম আলোকে বলেন, আদালত আসামিকে এক বছরের কারাদণ্ড এবং ১০ লাখ টাকা জরিমানা করেন। রায় ঘোষণার সময় আসামি অনুপস্থিত ছিলেন।

পূর্ব পরিচয়ের সূত্র ধরে মো. পারভেজের কাছ থেকে ১০ লাখ টাকা ধার নেন আলতাফ হোসেন। পরে এই টাকার বিপরীতে ২০১৯ সালের ২৪ সেপ্টেম্বর চেক দেন। কিন্তু চ্যাকটি ব্যাংকে প্রত্যাখ্যাত হয়। পরে বাদী আবার টাকার জন্য যোগাযোগ করেন। কিন্তু আলতাফ হোসেন বিভিন্ন কথা বলে সময়ক্ষেপণ করেন। এই ঘটনায় ওই বছরের ৭ নভেম্বর আদালতে আলতাফ হোসেনের বিরুদ্ধে মামলা করেন মো. পারভেজ।