তারেক ও জোবাইদার বিরুদ্ধে ২০ জনের সাক্ষ্য শেষ

তারেক রহমান ও তাঁর স্ত্রী জোবায়দা রহমান
ফাইল ছবি: প্রথম আলো

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী জোবাইদা রহমানের বিরুদ্ধে আজ মঙ্গলবারও আরও চারজন আদালতে সাক্ষ্য দিয়েছেন। এখন পর্যন্ত এই মামলায় ২০ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে।

ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. আছাদুজ্জামান আজ চার সাক্ষীর জবানবন্দি রেকর্ড করেন। আগামী মঙ্গলবার মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

আজ যে চারজন সাক্ষ্য দিয়েছেন, তাঁরা হলেন ওয়ান ব্যাংকের কর্মকর্তা সাজ্জাদ মাহমুদ, ঢাকা ব্যাংকের সাবেক কর্মকর্তা শওকত আলী খান, ন্যাশনাল ব্যাংকের কর্মকর্তা রেজওয়ানুল হক ও বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা মাহবুব মোর্শেদ হাসান।  

সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর তারেক রহমান, জোবাইদা রহমানসহ তিনজনের বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় মামলা করে দুদক। পরের বছর তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। গত ১৩ এপ্রিল তারেক রহমান ও তাঁর স্ত্রী জোবাইদা রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।

আজ আদালতের বিচারকাজ চলার সময় তারেক রহমান ও জোবাইদার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে বিএনপি সমর্থক আইনজীবীরা আদালতের সামনে স্লোগান দেন।

প্রত্যক্ষদর্শীরা বলেন, ঢাকার মহানগর দায়রা জজ আদালত চত্বরে বিএনপি সমর্থক আইনজীবীরা স্লোগান দেন। তবে আওয়ামী সমর্থক আইনজীবীরা অবস্থান করেন আদালতের এজলাস কক্ষে। দুই পক্ষের মধ্যে আজ কোনো হট্টগোল হয়নি। তবে গতকাল সোমবার দুই পক্ষের আইনজীবীদের মধ্যে হট্টগোল হয়। বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ঢাকা বারের সাধারণ সম্পাদক ওমর ফারুক ফারুকীকে মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে।  

এর আগে গত মঙ্গল ও বুধবার তারেক রহমান ও জোবাইদা রহমানের মামলার শুনানির আগে ও পরে আইনজীবীদের হট্টগোল হয়। এ ঘটনায় ৩০ মে (মঙ্গলবার) রাতে কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের নাজির শাহ মো. মামুন এই জিডি করেন। জিডিতে বিএনপি সমর্থক ২৮ আইনজীবীর নাম উল্লেখ করা হয়েছে।