কক্সবাজার–১ আসনে নৌকার প্রার্থী সালাহউদ্দিনের ভোটে লড়া হচ্ছে না

হাইকোর্ট ভবনফাইল ছবি

কক্সবাজার-১ আসনে প্রার্থিতা ফিরে পেতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদের করা রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার এ আদেশ দেন। ফলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন ইসির আইনজীবী মুহাম্মদ আনিছুজ্জামান।

ঋণখেলাপি হওয়ায় সালাহউদ্দিন আহমদের মনোনয়নপত্র ৩ ডিসেম্বর বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। এর বিরুদ্ধে তিনি নির্বাচন কমিশনে আপিল করেন। শুনানি নিয়ে ১০ ডিসেম্বর নির্বাচন কমিশন আপিল নামঞ্জুর করে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত বহাল রেখে আদেশ দেন। এর বৈধতা নিয়ে ও প্রার্থিতা ফিরে পেতে ১৭ ডিসেম্বর হাইকোর্টে রিট করেন সালাহউদ্দিন আহমদ।

আদালতে সালাহউদ্দিন আহমদের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী ওয়াজি উল্লাহ ও হালিমা খাতুন কনা। নির্বাচন কমিশনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মুহাম্মদ আনিছুজ্জামান।

পরে আইনজীবী মুহাম্মদ আনিছুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘প্রার্থিতা ফিরে পেতে সালাহউদ্দিন আহমদের করা রিটটি সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। রিট খারিজ হওয়ায় ঋণখেলাপি হওয়ায় তাঁর মনোনয়নপত্র বাতিলে রিটার্নিং কর্মকর্তা ও ইসির সিদ্ধান্ত বহাল রইল। ফলে সালাহউদ্দিন আহমদ নির্বাচনে অংশ নিতে পারবেন না।’

সালাহউদ্দিনের আইনজীবী হালিমা খাতুন কনা প্রথম আলোকে বলেন, হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করার বিষয়ে মক্কেলের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।