ডিবিতে অভিযোগ করা জগন্নাথের ছাত্রীর পরীক্ষার ব্যবস্থা করবে বিশ্ববিদ্যালয়
শিক্ষকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তোলায় হত্যাসহ বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের হুমকি পাওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার রাতে বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাদেকা হালিম।
এর আগে বিকেলে রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয়ে গিয়ে নিজের জীবনের নিরাপত্তা চান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থী। পরে সেখানে সাংবাদিকদের কাছেও নিজ বিভাগের এক শিক্ষক ও বিভাগের চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ করেন।
বিষয়টি নিয়ে উপাচার্য সাদেকা হালিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘অভিযোগটির বিষয়ে যৌন হয়রানির প্রতিরোধ কমিটির প্রতিবেদন জমা হয়েছিল। কিন্তু পরবর্তীতে বিষয়টি এগোয়নি। তদন্ত প্রতিবেদন বিষয়ে অভিযোগ ওঠা শিক্ষকের রিট সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছেন।’
উপাচার্য বলেন, ‘এখন ছাত্রীটির প্রতিটি বিষয় দেখব। সোমবার নির্দেশনা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও সব ডিন ওই বিভাগে চেয়ারম্যানের সঙ্গে সভা করেছেন। ওই ছাত্রী যাতে পরীক্ষা দিতে পারে সে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
যৌন নিপীড়নের অভিযোগ ওঠা শিক্ষকের বিষয়ে সাদেকা হালিম বলেন, ওই শিক্ষক ছুটি না নিয়ে বিদেশ ভ্রমণ করেছেন। তাঁর বিরুদ্ধে বর্তমানে আরও দুটি তদন্ত কমিটির তদন্তের কাজ চলছে।
সোমবার ডিবি কার্যালয়ে ওই ছাত্রী সাংবাদিকদের বলেন, ২০২১ সালে তাঁর বিভাগের এক শিক্ষক তাঁকে যৌন হয়রানি করেন। এ নিয়ে তৎকালীন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে অভিযোগ করলে বিভাগের চেয়ারম্যান ও অভিযুক্ত শিক্ষক তাঁকে সেটি তুলে নিতে নানাভাবে চাপ দিয়ে আসছেন। রাজি না হওয়ায় তাঁরা তাঁকে হাত-পা কেটে হত্যা করাসহ বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের হুমকি দেন।
ওই শিক্ষার্থীর আরও অভিযোগ, তাঁকে একঘরে করার হুমকি দেওয়া হচ্ছে। পরীক্ষায় শূন্য নম্বর দিয়ে ফেল করানো হয়েছে। এমনকি স্নাতকের চূড়ান্ত ভাইভায় তাঁকে অকৃতকার্য করানো হয়।
সম্প্রতি একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় যৌন হয়রানি ও নানা নিপীড়নের বিরুদ্ধে এ শিক্ষার্থী সোচ্চার হন। সেখানেই অবন্তিকার ব্যাপারে কথা বলতে গিয়ে নিজের প্রসঙ্গও টানেন তিনি। নিজের সঙ্গে ঘটে যাওয়া এসব বিষয় নিয়ে গণমাধ্যমে তিনি কথা বলেন। তার পর থেকে আবার তাঁকে হত্যাসহ বহিষ্কারের হুমকি দেওয়া হচ্ছে বলে তিনি দাবি করেন।
‘স্বাভাবিক জীবন যাপন করতে পারছি না’ উল্লেখ করে এই শিক্ষার্থী বলেন, ‘কখন আমাকে মেরে ফেলা হয় সেটা জানি না। শুধু আমি না, তাঁরা আমার পরিবারকেও নানাভাবে হুমকি-ধমকি দিচ্ছে ও হেনস্তা করছে। বর্তমান এই অবস্থা থেকে বাঁচতে ডিবি কার্যালয়ে অভিযোগ নিয়ে এসেছি।’
অভিযোগের বিষয়ে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) হারুন-অর-রশীদ সাংবাদিকদের বলেন, ‘আমরা অভিযোগ পেয়েছি। নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করা হবে। তাঁকে হুমকি-ধমকি দেওয়ার বিষয়টি খতিয়ে দেখবে ডিবির সাইবার টিম।’