কুষ্টিয়ায় দেড় হাজার প্রান্তিক কৃষককে ‘এবি ব্যাংক স্মার্ট কৃষিঋণ’ বিতরণ

স্মার্ট কার্ডের মাধ্যমে কৃষিঋণ বিতরণ অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে কৃষকেরাছবি: সংগৃহীত

কুষ্টিয়া জেলার দেড় হাজারের বেশি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধে৵ স্মার্ট কার্ডের মাধ্যমে কৃষিঋণ বিতরণ করেছে এবি ব্যাংক লিমিটেড। কুষ্টিয়ার ‘জেলা শিল্পকলা একাডেমি’ মিলনায়তনে এই ঋণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মো. মাহবুব উল আলম হানিফ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম এবং জেলা পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সদর উদ্দিন খান। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবি ব্যাংক লিমিটেডের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজাল। এ সময় স্থানীয় আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা ও ব্যাংকের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।