মর্মান্তিক ও নজিরবিহীন এক হামলা
প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে হামলা নিয়ে লিখেছেন বিবিসির গ্লোবাল অ্যাফেয়ার্স রিপোর্টার আনব্যারাসন ইথিরাজন। তিনি লিখেছেন, নজিরবিহীন এই হামলায় পরদিন, ৩৫ বছরে প্রথম, দ্য ডেইলি স্টার ছাপা সংস্করণ প্রকাশ করতে পারেনি। কনসাল্টিং এডিটর কামাল আহমেদ জানান, হামলায় তাদের ২৮ জন সহকর্মী ছাদে আটকা পড়েন। হামলার সময় সরকার-পুলিশের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন ওঠে।