ওসমানী মে‌ডিকেলের দুই ছাত্রের ওপর হামলার ঘটনায় আটক ২

ওসমানী মে‌ডিকেল কলেজ হাসপাতালের দুই ছাত্র গতকাল সোমব‌ার রাতে দুর্বৃত্তদের হামলায় আহত হন। পরে এ ঘটনায় মেডিকেলের শিক্ষার্থীরা হাসপাতালরে সামনের সড়ক অবরোধ করেন
ছবি: প্রথম আলো

সিলেট এম এ জি ওসমানী মে‌ডিকেল কলেজের দুই ছাত্রের ওপর হামলার ঘটনায় দুজনকে আটক করেছে পু‌লিশ। সোমবার দিবাগত রাত সোয়া একটার দিকে বিষয়‌টি নি‌শ্চিত করে‌ছেন সিলেট কো‌তোয়া‌লি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ। ত‌বে তাৎক্ষ‌ণিকভা‌বে আটক ব্যক্তিদের পরিচয় জানা‌তে পা‌রেন‌নি তি‌নি।

এর আগে সোমবার রাত সাড়ে নয়টার দিকে ওসমানী মে‌ডিকেল ক‌লে‌জের দুই ছা‌ত্রের ওপর হামলার ঘটনা ঘটে। আহত দুই ছাত্র হ‌লেন, মে‌ডি‌কেল কলে‌জের পঞ্চম ব‌র্ষের ছাত্র নাইমুর রহমান ইমন (২৪) ও তৃতীয় বর্ষের ছাত্র রুদ্র নাথ (২২)।

এদিকে হামলার পর ওসমানী মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌ল ও হাসপাতা‌লের ফট‌কের সাম‌নে বি‌ক্ষোভ ক‌রেন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। এ সময় তাঁরা সড়ক অব‌রোধ ক‌রেন। শিক্ষার্থী‌দের ওপর হামলার প্রতিবা‌দে ধর্মঘ‌টের ডাক দিয়ে‌ছেন মে‌ডি‌কেল ক‌লে‌জ হাসপাতা‌লের শিক্ষান‌বিশ চি‌কিৎসকেরা।

বিক্ষোভরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত শ‌নিবার স্থানীয় কয়েকজন তরুণের সঙ্গে হাসপাতালের শিক্ষান‌বিশ এক চি‌কিৎসকের কথা কাটাকাটি হয়। তখন ওই যুবকেরা চি‌কিৎস‌কের ওপর হামলা চালান। প‌রে শিক্ষান‌বিশ চি‌কিৎসক ও শিক্ষার্থীরা এক‌ত্রিত হ‌য়ে হামলাকারী দুই যুবককে আটক ক‌রে পু‌লি‌শের হা‌তে তুলে দেন। এর জের ধরে সোমব‌ার র‌াতে ইমন ও রুদ্র নাথের ওপর হামলা চালা‌নো হয়।

আন্দোলনকারী এক শিক্ষার্থী প্রথম আলোকে ব‌লেন, মে‌ডি‌কেল ক‌লেজ ক‌্যাস্পা‌সে শিক্ষার্থী‌দের নিরাপত্তার জন‌্য ফটক নির্মাণ, স্থায়ী পু‌লিশ ক‌্যাম্প স্থাপন ও নিরাপত্তাকর্মী নি‌য়ো‌গের দা‌বি‌তে বি‌ক্ষোভ কর‌ছেন তাঁরা‌।

এদিকে শিক্ষান‌বিশ চি‌কিৎসকদের ধর্মঘটের কারণে হাসপাতা‌লের চিকিৎসা কার্যক্রমে ব‌্যাঘাত ঘট‌ছে না ব‌লে জা‌নিয়ে‌ছেন হাসপাতা‌লের প‌রিচালক ব্রিগেডিয়ার জেনা‌রেল মাহবুবুর রহমান ভূঁইয়া।