গণ অধিকার পরিষদের সাবেক যুগ্ম সদস্যসচিব মশিউর রহমান রিমান্ডে

মশিউর রহমান
ছবি: সংগৃহীত

গণ অধিকার পরিষদের সাবেক যুগ্ম সদস্য সচিব মশিউর রহমানকে এক দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট ফারাহ দিবা ছন্দা বৃহস্পতিবার এই আদেশ দেন।

এর আগে ২০২১ সালের ২৭ মার্চ মতিঝিল থানায় করা মামলায় গণ অধিকার পরিষদের মশিউর রহমানকে গ্রেপ্তার দেখিয়ে সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তাঁকে এক দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন।

একই মামলায় ৭ আগস্ট ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লাকে এক দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন আদালত। তিনি এখন কারাগারে।
গত বুধবার বিকেলে রাজধানীর মহানগর প্রজেক্ট এলাকা থেকে মশিউর রহমানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।