সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ১৭ নভেম্বর, শুক্রবার। গতকাল বৃহস্পতিবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ ছুটির দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

বিপক্ষে ১৭ দল, ১৫টি পক্ষে, অবস্থান স্পষ্ট করেনি ১২ দল

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বুধবার সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন
ফাইল ছবি: পিআইডি

সংঘাতময় রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। দেশের নিবন্ধিত ৪৪টি রাজনৈতিক দলের মধ্যে ১৭টি দলই এই তফসিলকে প্রত্যাখ্যান করেছে। তফসিলকে স্বাগত জানিয়েছে ১৫টি দল। বাকি ১২টি দল তফসিলের বিষয়ে নিজেদের অবস্থান এখনো স্পষ্ট করেনি।
বিস্তারিত পড়ুন...

সংলাপ নাকচ করলেন কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ বৃহস্পতিবার তেজগাঁওয়ে আওয়ামী লীগের ঢাকা জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন
ছবি: তানভীর আহম্মেদ


আবারও সংলাপের কথা নাকচ করে দিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, সংলাপের সময় শেষ হয়ে গেছে। তবে যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর দেওয়া সংলাপ-সম্পর্কিত চিঠির জবাব শিগগিরই দেবেন বলে তিনি জানিয়েছেন।
বিস্তারিত পড়ুন...

পিটার হাস কোথায় গেছেন, তা সরকার জানে: পররাষ্ট্র মন্ত্রণালয়

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরিন। আজ বৃহস্পতিবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে
ছবি: সংগৃহীত

ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস কোথায় গেছেন, সেটা সরকার জানে। তবে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বাংলাদেশের বাইরে অবস্থানের ব্যাপারে কোনো তথ্য প্রকাশ করা হবে না। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরিন মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেছেন।
বিস্তারিত পড়ুন...

বাংলাদেশ ঘিরে কি একটি সমীকরণ তৈরি হচ্ছে

নয়াদিল্লিতে ১০ নভেম্বর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের বৈঠক হয়
ছবি: রয়টার্স

পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীদের অংশগ্রহণে পঞ্চম যুক্তরাষ্ট্র-ভারত ২+২ মন্ত্রী পর্যায়ের সংলাপ শেষে প্রকাশিত যৌথ ইশতেহারে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিতকরণে ভারত-যুক্তরাষ্ট্র ব্যাপকভিত্তিক বৈশ্বিক কৌশলগত অংশীদারত্বের ওপর গুরুত্বারোপ করা হয়।
বিস্তারিত পড়ুন ...

মুখ খুললেন তিশা, যাঁরা তাঁর ক্ষতি করেছেন, তাঁদের নাম প্রকাশ করবেন

তানজিন তিশা। ফেসবুক থেকে


আজ সকাল থেকেই ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার অসুস্থতার খবর চাউর হয়। তবে তাঁর পারিবারিক সূত্র থেকে খবরটি নিশ্চিত হওয়া যাচ্ছিল না। পরে তাঁর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির খবর নিশ্চিত করেন অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবীব নাসিম। দুপুরে জানা যায়, অনেকটা সুস্থ হয়ে উঠেছেন অভিনেত্রী। বাসায়ও ফিরেছেন। এরপর বিকেল ৫টা ৩০ মিনিটের দিকে নিজের ফেসবুকে তাঁর অসুস্থতা নিয়ে একটি পোস্ট করেন তিশা।
বিস্তারিত পড়ুন...

বাংলাদেশ থেকে আরও পড়ুন