সারা দেশে ভার্চ্যুয়াল কোর্ট স্থাপনের প্রস্তাব ডিসিদের, পরীক্ষা করে দেখবেন বললেন মন্ত্রী

ডিসি সম্মেলনের তৃতীয় দিনে আজ মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সাংবাদিকদের ব্রিফ করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানছবি: প্রথম আলো

সারা দেশে জঙ্গিদের বিচারকাজ পরিচালনার জন্য ভার্চ্যুয়াল কোর্ট স্থাপনের প্রস্তাব দিয়েছেন জেলা প্রশাসকেরা (ডিসি)। বিষয়টি পরীক্ষা–নিরীক্ষা করে দেখবেন বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

ডিসি সম্মেলনের তৃতীয় দিনে আজ মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়সম্পর্কিত বিষয়ে কার্য অধিবেশন  শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

গত রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে চার দিনব্যাপী ডিসি সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চার দিনের এই সম্মেলনে আলোচনার জন্য ৩৫৬টি প্রস্তাব দিয়েছেন বিভাগীয় কমিশনার ও ডিসিরা। এখন মন্ত্রী-সচিবদের উপস্থিতিতে এসব প্রস্তাব নিয়ে আলোচনা চলছে এবং আলোচনা করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন সরকারের নীতিনির্ধারকেরা। এটি চলবে আগামীকাল বুধবার পর্যন্ত।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে সব জায়গায় ভার্চ্যুয়াল কোর্ট স্থাপন  করা যায় কি না, বিশেষ করে জঙ্গিদের আনা-নেওয়ার বিষয়ে একটি ঝুঁকি হয়ে থাকে। তাই এ রকম  বিচারকাজ ভার্চ্যুয়াল কোর্টের মাধ্যমে করা যায় কি না, সেই প্রশ্ন এসেছে। আমরা এটি পরীক্ষা-নিরীক্ষা করে সারা বাংলাদেশে চালু করা যায় কি না, সেটা দেখব।’

জেলা পর্যায়ে থাকা আইনশৃঙ্খলাবিষয়ক কোর কমিটির সভা যেন প্রতি মাসে হয়, সে বিষয়ে ডিসিদের বলা হয়েছে বলে জানান মন্ত্রী। এ ছাড়া মাদকের ব্যবহার রোধে ডিসিরা যেন সামাজিকভাবে সচেতনতা তৈরি করেন, সে বিষয়েও বলা হয়েছে।

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ডিসিদের প্রতি আহ্বান জানানো হয়েছে বলে জানান মন্ত্রী। নদীপথে যাতে যত্রযত্র বালু উত্তোলন না করা হয়, সে বিষয়েও ব্যবস্থা নিতে ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি।