আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন চেয়ারম্যান

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালফাইল ছবি

একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ট্রাইব্যুনালের বর্তমান সদস্য বিচারপতি মো. আবু আহমেদ জমাদার। আর সদস্য পদে নিয়োগ পেয়েছেন অবসরোত্তর ছুটিতে (পিআরএল) থাকা জেলা ও দায়রা জজ এ এইচ এম হাবিবুর রহমান ভুইয়া।

আজ মঙ্গলবার আইন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামকে হাইকোর্ট বিভাগে ফিরিয়ে নেওয়ার বিষয়ে প্রধান বিচারপতি অভিপ্রায় ব্যক্ত করেছেন। তিনি হাইকোর্টে প্রত্যাবর্তন করবেন। এ জন্য চেয়ারম্যানের পদটি শূন্য ঘোষণা করে বিচারপতি মো. আবু আহমেদ জমাদারকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আর তাঁর সদস্য হিসেবে শূন্য পদে নিয়োগ পেয়েছেন হাবিবুর রহমান ভুইয়া। এই নিয়োগের ফলে হাবিবুর রহমান ভুইয়ার অবসরোত্তর ছুটি বাতিল করা হয়েছে। এ ছাড়া ট্রাইব্যুনালের অপর সদস্য বিচারপতি কে এম হাফিজুল আলমকে তাঁর পদে রাখা হয়েছে।

আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান ও সদস্যরা হাইকোর্টে কর্মরত বিচারপতির সমমর্যাদার বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী নিরীহ বাঙালির ওপর বর্বর গণহত্যা, ধর্ষণ, নিপীড়নসহ মানবতাবিরোধী নৃশংসতা চালিয়েছিল। এসব অপরাধে তাদের সহযোগিতা করে ও নৃশংসতায় সরাসরি অংশ নেয় এ দেশীয় কিছু দোসর। এর মধ্যে ছিল রাজাকার, আলবদর ও আলশামস বাহিনী। স্বাধীনতার ৩৯ বছর পর এসব মানবতাবিরোধী অপরাধের বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়, যার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ২০১০ সালের ২৫ মার্চ। ২০১২ সালের ২২ মার্চ ট্রাইব্যুনাল-২ নামে আরেকটি ট্রাইব্যুনাল গঠন করা হয়। অবশ্য ২০১৫ সালের ১৫ সেপ্টেম্বর দুটিকে একীভূত করে আবার একটি ট্রাইব্যুনাল করা হয়।