নারায়ণগঞ্জের বন্দরে অভিযানে গিয়ে মাদক কারবারিদের ছুরিকাঘাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) দুই সদস্য আহত হয়েছেন। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জ বন্দরের সোনারচর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ডিএনসির নারায়ণগঞ্জ অঞ্চলের উপপরিচালক মো. মাসুদ। আহত দুজন হলেন শরীফ হোসেন (৩২) ও নাসির উদ্দিন (৩০)।
ডিএনসির উপপরিচালক মো. মাসুদ জানান, আহত দুজনই সিপাহি। তাঁদের মধ্যে শরীফের অবস্থা গুরুতর। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ডিএনসি কর্মকর্তা মো. মাসুদের ভাষ্য, বেলা ১১টার দিকে সোনারচর এলাকা থেকে আশিক নামের এক মাদক কারবারিকে আটক করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে সোনারচরের একটি বাসায় অভিযানে গেলে মাদক কারবারিরা দুজনকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। দুজনকে উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে শরীফকে ঢাকায় পাঠানো হয়।