ঢাকায় পুলিশের গাড়িতে আগুনের ঘটনায় দুজন গ্রেপ্তার

হাতকড়া
প্রতীকী ছবি

ঢাকায় গত ২৮ অক্টোবর পুলিশের গাড়ি ও বলাকা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশের দাবি, দুই আসামি আগুন দেওয়ার ঘটনায় সরাসরি জড়িত। দুজনের কাছ থেকে আগুন দেওয়ার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

আজ রোববার এক বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়। এতে বলা হয়, ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে দলের নেতা-কর্মীরা শান্তিনগরে পুলিশের গাড়ি ও মৌচাক মোড় ফ্লাইওভারের ওপর বলাকা পরিবহনের বাসে আগুন দেয়।

গ্রেপ্তার দুজন হলেন ঢাকার রমনা থানা যুবদলের ১৯ নম্বর ওয়ার্ডের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন হৃদয় (৩৬) ও আহ্বায়ক মো. আল আমিন মাহিন (৩৩)।

পুলিশ জানিয়েছে, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) রমনা অঞ্চলের একটি দল দুই আসামিকে খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করে।

আসামিদের কাছ থেকে বাসে আগুন দেওয়ার সময় পরা শার্ট, বোতলে রাখা পেট্রল, একটি মোটরসাইকেল, একটি হেলমেট ও একটি খাকি রঙের পুরোনো প্যান্ট উদ্ধার করা হয়েছে।