ঈদের ছুটিতে হাইওয়েতে মোটরসাইকেলে যেতে পারবেন না পুলিশ সদস্যরা

পুলিশ সদর দপ্তর

ঈদের ছুটির সময় কোনো পুলিশ সদস্য হাইওয়ে বা দূরবর্তী স্থানে যাওয়ার সময় মোটরসাইকেল ব্যবহার করতে পারবেন না। এ নির্দেশনা অমান্য করে কোনো পুলিশ সদস্য যদি মোটরসাইকেল নিয়ে ছুটির সময় হাইওয়ে বা আন্তঃজেলায় দুর্ঘটনায় পড়েন, তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেবে পুলিশ সদর দপ্তর। রোববার পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত উপমহাপরিদর্শক মিয়া মাসুদ করিম স্বাক্ষরিত পুলিশ সদস্যদের মোটরসাইকেল ব্যবহার সংক্রান্ত নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ সদর দপ্তরের মোটরসাইকেল ব্যবহার সংক্রান্ত নির্দেশনার তথ্য বলছে, মোটরসাইকেল ব্যবহারকারী প্রত্যেক পুলিশ সদস্যের বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বৈধ লাইসেন্স ছাড়া কোন পুলিশ সদস্য মোটরসাইকেল ব্যবহার করতে পারবেন না। ছুটির সময় পুলিশ সদস্যদের মোটরসাইকেল জমা রাখতে হবে। ছুটি শেষে কাজে যোগদানের পর আবার মোটরসাইকেল ইস্যু করে নিতে হবে। ব্যক্তিগত বা সরকারি মোটরসাইকেল যথাযথ কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া ছাড়া ছুটির আদেশ দেওয়া কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।