আরও ২২ থানা-উপজেলায় জাতীয় নাগরিক কমিটি গঠন

জাতীয় নাগরিক কমিটিফাইল ছবি

সাংগঠনিক কাঠামো বিস্তৃতির অংশ হিসেবে দেশের আরও ২২টি থানা ও উপজেলায় প্রতিনিধি কমিটি করেছে জাতীয় নাগরিক কমিটি। ৫ থেকে ৮ জানুয়ারি পর্যন্ত পৃথক বিজ্ঞপ্তিতে এসব কমিটি অনুমোদনের কথা জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও সদস্যসচিব আখতার হোসেন।

এসব কমিটির মধ্যে দুটি হয়েছে ঢাকার দুই থানায়, বাকি ২০টি ঢাকার বাইরের থানা ও উপজেলায়। এ নিয়ে এখন পর্যন্ত দেশের ১৬৫টি থানা ও উপজেলায় প্রতিনিধি কমিটি করেছে জাতীয় নাগরিক কমিটি। এর মধ্যে ঢাকার থানা ও উপজেলা ৩২টি। এ ছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেও তারা কমিটি করেছে। ঢাকার বাইরে বিভিন্ন জেলার ১৩৩টি থানা ও উপজেলায় প্রতিনিধি কমিটি করেছে জাতীয় নাগরিক কমিটি।

নতুন কমিটিগুলোর মধ্যে ৫ জানুয়ারি জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় ২১৯ সদস্যের, ৬ জানুয়ারি শেরপুর জেলার সদর উপজেলায় ২০৫ সদস্যের, চট্টগ্রাম জেলার হালিশহর থানায় ৮৪ সদস্যের, সদরঘাট থানায় ৫২ সদস্যের, কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায় ১৩৬ সদস্যের ও ৭ জানুয়ারি কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানায় ৬২ সদস্যের, বাগেরহাটের শরণখোলা উপজেলায় ৫১ সদস্যের, সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলায় ১৩৫ সদস্যের, গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ৪২ সদস্যের, লালমনিরহাট সদর উপজেলায় ১৬৭ সদস্যের, মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলায় ৯৮ সদস্যের, টঙ্গিবাড়ী উপজেলায় ৫২ সদস্যের, বগুড়া জেলার গাবতলী উপজেলায় ১৬১ সদস্যের, পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলায় ৬০ সদস্যের, ঢাকার রূপনগর থানায় ৮২ সদস্যের ও শেরেবাংলা নগর থানায় ১২৩ সদস্যের প্রতিনিধি কমিটি করেছে জাতীয় নাগরিক কমিটি।

সর্বশেষ ৮ জানুয়ারি নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলায় ৪৬ সদস্যের, পিরোজপুর জেলার জিয়ানগর উপজেলায় ১০৯ সদস্যের, নাজিরপুর উপজেলায় ৭১ সদস্যের, বান্দরবানের লামা উপজেলায় ২০০ সদস্যের, ঝালকাঠির রাজাপুর থানায় ১০৮ সদস্যের ও শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় ৫১ সদস্যের প্রতিনিধি কমিটি করেছে জাতীয় নাগরিক কমিটি। এ ছাড়া আগে জামালপুরের মেলান্দহ উপজেলায় ঘোষিত ১৫০ সদস্যের সঙ্গে ৬ জানুয়ারি আরও ৪৯ সদস্য যুক্ত করা হয়।

সর্বশেষ ঘোষিত এসব কমিটির প্রতিনিধিদের নিয়ে ঢাকায় জাতীয় নাগরিক কমিটির মোট প্রতিনিধি এখন ৩ হাজার ৮১৩ জন আর ঢাকার বাইরে ১৭ হাজার ৮৮ জন। ঢাকা ও ঢাকার বাইরে মিলিয়ে তাদের মোট প্রতিনিধি এখন ২০ হাজার ৯০১ জন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

জাতীয় নাগরিক কমিটির পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনও জেলা পর্যায়ে ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন করছে। সর্বশেষ গত ২৮ ডিসেম্বর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ৭৪ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেল ছয় মাসের জন্য এই কমিটি অনুমোদন করেন। এতে মো. ওমর ফারুককে আহ্বায়ক, ওবায়দুল্লাহকে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক, জাহিদুর রহমানকে সদস্যসচিব, গোফরান বান্নাকে জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব, সাদাত তানভীর মাহিমকে মুখ্য সংগঠক ও শেখ মুজাহিদকে মুখপাত্র করা হয়। এ ছাড়া এই কমিটিতে ১৪ জনকে যুগ্ম আহ্বায়ক, ১১ জনকে যুগ্ম সদস্যসচিব, ৬ জনকে সংগঠক ও ৩৭ জনকে সদস্য করা হয়।

এখন পর্যন্ত দেশের ২৪টি জেলা, তিনটি মহানগর, দুটি বিশ্ববিদ্যালয়, দুটি কলেজ ও একটি পলিটেকনিক ইনস্টিটিউটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটি গঠন করেছে। সব কমিটি মিলিয়ে সারা দেশে এখন পর্যন্ত তাদের মোট নেতার সংখ্যা ৫ হাজার ৮১ জন।