ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ রোগী ভর্তির রেকর্ড, মৃত্যু ১৮ জনের

প্রতিদিনই রাজধানীসহ সারা দেশে বাড়ছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা
ফাইল ছবি

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। এ সময় ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ৩ হাজার ১২২ জন রোগী ভর্তি হয়েছেন, যা চলতি বছর এক দিনে ডেঙ্গু নিয়ে সর্বোচ্চ রোগী ভর্তির রেকর্ড।

এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে মোট ৮২২ জনের মৃত্যু হলো। আর সেপ্টেম্বর মাসে এখন পর্যন্ত এডিস মশাবাহিত এ রোগে মৃত্যু হলো ২২৯ জনের।

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার সকাল আটটা থেকে আজ রোববার সকাল আটটা) ডেঙ্গুতে ঢাকায় ১২ জন ও ঢাকার বাইরে ৬ জন মারা গেছেন। এ সময় ডেঙ্গু নিয়ে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৮৪৯ জন এবং ঢাকার বাইরের হাসপাতালগুলোয় ২ হাজার ২৭৩ নতুন রোগী ভর্তি হয়েছেন।

এদিকে চলতি বছর এক দিনে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চসংখ্যক রোগী (৩ হাজার ১২২) হাসপাতালে ভর্তির রেকর্ড হলো। এর আগে ১০ সেপ্টেম্বর সর্বোচ্চ ২ হাজার ৯৯৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

আরও পড়ুন

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৬৭ হাজার ৬৮৪ জন। তাঁদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৭৩ হাজার ২৩৩ ও ঢাকার বাইরে ৯৪ হাজার ৪৫১ জন রয়েছেন।

আরও পড়ুন

এর আগে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয়েছিল গত বছর—২৮১ জন। এ ছাড়া ডেঙ্গুতে ২০১৯ সালে মৃত্যু হয়েছিল ১৭৯ জনের। ২০২০ সালে ৭ জন এবং ২০২১ সালে ডেঙ্গুতে মৃত্যু হয় ১০৫ জনের।

আরও পড়ুন