রাজধানীর কাঁঠালবাগান থেকে হজ ও ওমরাহ মেলায় এসেছেন মো. আতাউর রহমান। আগামী বছর স্ত্রীকে নিয়ে পবিত্র হজ পালনে যাবেন তিনি। তাই মেলায় এসে কোন প্যাকেজে যাবেন, কাদের মাধ্যমে যাবেন, সেখানে গিয়ে কী কী সুবিধা পাবেন—এসবের খোঁজখবর নিচ্ছিলেন। তাঁর মতো হজ কিংবা ওমরাহ পালনে ইচ্ছুক আরও অনেকে এসেছিলেন এ মেলায়।
আজ বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘হজ ও ওমরাহ ফেয়ার ২০২২’ শুরু হয়েছে। এই মেলা চলবে শনিবার সন্ধ্যা সাতটা পর্যন্ত।
হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) আয়োজন করেছে তিন দিনব্যাপী হজ ও ওমরাহ মেলা। মেলায় ১৫২টি স্টল ও পাভিলিয়নে ঘুরে ঘুরে খোঁজখবর নিচ্ছেন পবিত্র হজ কিংবা ওমরাহ পালনে যেতে ইচ্ছুক ব্যক্তি এবং তাঁদের আত্মীয়স্বজন। হজ ও ওমরাহর প্যাকেজ বুঝে নেওয়ার চেষ্টা করছেন তাঁরা।
রাজধানীর বনশ্রী থেকে মেলায় এসেছেন মাহবুবুর রহমান। তাঁর বাবা-মা আগামী বছর ওমরাহ পালন করতে যাবেন। কোন এজেন্সির মাধ্যমে যাবেন, বিমান, হোটেল, খাবারসহ অন্যান্য বিষয়ে খোঁজখবর নিচ্ছিলেন তিনি।
কাঁঠালবাগান থেকে আসা আতাউর রহমান বলছিলেন, ‘একই ছাদের নিচে হজ ও ওমরাহর প্যাকেজের খোঁজখবর পাওয়া যাচ্ছে, যাচাই–বাছাই করা যাচ্ছে। মেলা থেকে লিফলেট সংগ্রহ করছি। বাসায় গিয়ে সব পড়ে তারপর সিদ্ধান্ত নেব।’
একই ছাদের নিচে হজ ও ওমরাহর প্যাকেজের খোঁজখবর পাওয়া যাচ্ছে, যাচাই-বাছাই করা যাচ্ছে। মেলা থেকে লিফলেট সংগ্রহ করছি। বাসায় গিয়ে সব পড়ে তারপর সিদ্ধান্ত নেব
জাতীয় পর্যায়ে হজ ও ওমরাহ ব্যবস্থাবিষয়ক সম্মেলন-২০২২–এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ দুপুরে গণভবন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সম্মেলনের উদ্বোধন করেন তিনি। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান, মন্ত্রণালয়ের সচিব কাজী এনামুল হাসান, বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল-দাহিলান এবং হাব সভাপতি এম শাহাদাত হোসাইন উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন।
হজযাত্রীদের প্রযুক্তিনির্ভর হজ ব্যবস্থাপনা সম্পর্কে সম্যক ধারণা, সচেতনতা সৃষ্টি, হজ কেন্দ্র করে গজিয়ে ওঠা অসাধু ব্যক্তি ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য রোধ এবং হজ ও ওমরাহ–সংক্রান্ত সঠিক তথ্য আদান–প্রদান এ মেলার লক্ষ্য বলে জানান হাব সভাপতি।
আগামীকাল শুক্রবার বাদ মাগরিব ‘বাংলাদেশের হজ ও ওমরাহ ব্যবস্থাপনা অর্জন ও করণীয়’ শীর্ষক একটি সেমিনারের আয়োজন করা হয়েছে। এ ছাড়া ‘হজ ব্যবস্থাপনা ও মক্কা রুট’ নিয়ে শনিবার সকাল ১০টায় আরও একটি সেমিনার অনুষ্ঠিত হবে।