‘হাত ধোয়ার হাতেখড়ি’ নিয়ে প্রত্যন্ত গ্রামে সেফ হ্যান্ডস
১৫ অক্টোবর ‘বিশ্ব হাত ধোয়া’ দিবস উপলক্ষে ভিন্নধর্মী কর্মসূচি বাস্তবায়ন করেছে কাজী এন্টারপ্রাইজেস লিমিটেডের ব্র্যান্ড ‘সেফ হ্যান্ডস লিকুইড হ্যান্ডওয়াশ’। ‘হাত ধোয়ার হাতেখড়ি’ নামের এ কর্মসূচির শুরু হয় বরগুনার বেতাগীর কাজির হাট গ্রাম থেকে। হাত ধোয়ার সঠিক অভ্যাসগুলোকে প্রচলিত গান, কবিতা ও খনার বচনের মাধ্যমে মানুষের জীবনাচরণের সঙ্গে মিশিয়ে দেওয়াই ছিল এ উদ্যোগের লক্ষ্য।
সকালে বেতাগীর কাজির হাট বাজারে আমন্ত্রিত বয়াতির দল গানে গানে সবাইকে জানায় হাত কেন, কখন ও কীভাবে ধুতে হবে। এরপর গেরামর্দ্দন সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ৪৭ নম্বর পশ্চিম করুণা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের গান গেয়ে, খেলার ছলে, প্রচলিত ছড়া-কবিতার মাধ্যমে শেখানো হয় হাত ধোয়ার সঠিক নিয়ম।
পরে শিশুশিক্ষার্থীদের দেওয়া হয় বিশেষ আকর্ষণ ‘হাত ধোয়ার হাতেখড়ি’ শিরোনামের ছড়ার বই। সচেতনতার অংশ হিসেবে ৫ নম্বর বুড়া মজুমদার ইউনিয়নের বেতাগী গ্রাম, স্থানীয় মসজিদ ও নারীদের জন্য স্বাস্থ্যকর্মী সহযোগে আয়োজন করা হয় উঠান বৈঠক।
বৈঠকে জানানো হয়, নিয়মিত সঠিকভাবে হাত ধোয়া ও জীবাণু পরিবাহী বদভ্যাসগুলো পরিহারের মাধ্যমে ডায়রিয়া রোধ করা যেতে পারে। সবাইকে সুরক্ষাসামগ্রী হিসেবে হ্যান্ডওয়াশ দিয়ে শেষ হয় দিবসটি উদ্যাপন।
ক্যাম্পেইনটি নিয়ে সেফ হ্যান্ডসের পক্ষ থেকে জানানো হয়, সুন্দর গ্রাম ও দৃষ্টিনন্দন প্রকৃতিতে মানুষ নিজেই হাতের সুরক্ষা করতে পারে। কিন্তু সচেতনতার অভাবে সুরক্ষার এ হাত হয়ে ওঠে রোগবালাই ছড়ানোর বাহক।
বিষয়টির গুরুত্ব অনুধাবন করে বরগুনার প্রত্যন্ত কাজির হাট গ্রাম থেকে ক্যাম্পেইনটি শুরু করা হয়, যাতে প্রাপ্তবয়স্ক মানুষদের পাশাপাশি আমাদের ভবিষ্যৎ প্রজন্মেরও সুরক্ষার দায়িত্ব যেন থাকে ওদের নিজেরই হাতে।
সুরক্ষিত বাংলাদেশ গড়ে তোলার এই ভিন্নধর্মী ক্যাম্পেইন ভবিষ্যতে সারা দেশে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় সংশ্লিষ্ট ব্যক্তিদের।