ব্রিটিশ কাউন্সিলের আয়োজনে ‘কমনওয়েলথ স্কলার্স ওয়েলকাম হোম’ উদ্যাপিত
যুক্তরাজ্যে উচ্চশিক্ষা সম্পন্ন করে দেশে ফিরে আসা কমনওয়েলথ স্কলারদের সাফল্য উদ্যাপনে ‘কমনওয়েলথ স্কলার্স ওয়েলকাম হোম’ অনুষ্ঠানের আয়োজন করেছে ব্রিটিশ কাউন্সিল।
সম্প্রতি রাজধানীর ফুলার রোডে ব্রিটিশ কাউন্সিল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে স্কলারদের পাশাপাশি উপস্থিত ছিলেন ব্রিটিশ হাইকমিশন এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কমনওয়েলথ স্কলার্স অ্যান্ড ফেলোসের (বিএসিএসএএফ) প্রতিনিধিসহ অন্য অতিথিরা।
বিএসিএসএএফে সভাপতি অধ্যাপক বোরহান উদ্দিন খান বাংলাদেশের উন্নয়নে কমনওয়েলথ স্কলারদের উল্লেখযোগ্য অবদানের ওপর গুরুত্ব আরোপ করেন। এ ছাড়া তিনি কমনওয়েলথ অ্যালামনাইদের মধ্যে শক্তিশালী নেটওয়ার্ক ও সহযোগিতা গড়ে তোলার ক্ষেত্রে সংগঠনটির লক্ষ্য তুলে ধরেন।
ব্র্যাক বিজনেস স্কুলের সহযোগী অধ্যাপক মোজাম্মেল মিয়া এবং সদ্য স্নাতক সম্পন্ন করা মধুরিমা সাহা যুক্তরাজ্যে তাঁদের উচ্চশিক্ষার অভিজ্ঞতা নিয়ে আলোচনায় ব্যক্তিগত ও পেশাগত উন্নয়নের ক্ষেত্রে যুক্তরাজ্যে তাঁদের শিক্ষার প্রভাব তুলে ধরেন।
অনুষ্ঠানে ব্রিটিশ কাউন্সিলের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস বলেন, ‘শিক্ষাগত ক্ষেত্রে যুক্তরাজ্যে গিয়ে অনন্য অর্জনের ক্ষেত্রে আপনাদের নিষ্ঠা ও অঙ্গীকার সত্যিকার অর্থেই অনুপ্রেরণাদায়ক। আমাদের প্রত্যাশা, আপনারা বিএসিএসএএফে সঙ্গে যুক্ত থাকবেন এবং এই নেটওয়ার্কের মাধ্যমে আপনাদের অভিজ্ঞতা এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে সম্যক ধারণা ও অবদান সবার সঙ্গে শেয়ার করবেন। আমার বিশ্বাস, আপনাদের কাজ বাংলাদেশের উন্নয়নে ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় উল্লেখযোগ্য প্রভাব ফেলবে।’
অনুষ্ঠানে ঐতিহ্যবাহী ও আধুনিক সংগীত পরিবেশন করেন ক্লেফস মিউজিক ফাউন্ডেশনের সহপ্রতিষ্ঠাতা এবং কমনওয়েলথ স্কলার ইশরার হাবিব। ভবিষ্যৎ উদ্যোগ নিয়ে প্রত্যাশা ব্যক্ত করতে আয়োজিত নেটওয়ার্কিং সেশনের মাধ্যমে ব্রিটিশ কাউন্সিলের আয়োজনটি শেষ হয়।